Alexa মানিকগঞ্জে অবহিতকরণ সভা

ঢাকা, মঙ্গলবার   ২১ জানুয়ারি ২০২০,   মাঘ ৭ ১৪২৬,   ২৫ জমাদিউল আউয়াল ১৪৪১

Akash

মানিকগঞ্জে অবহিতকরণ সভা

মানিকগঞ্জ প্রতিনিধি

 প্রকাশিত: ১৫:৫০ ৯ জানুয়ারি ২০১৯   আপডেট: ১৫:৫০ ৯ জানুয়ারি ২০১৯

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

মানিকগঞ্জে সহিংস, উগ্রবাদ প্রতিরোধে সাংবাদিকদের নিয়ে সচেতনতামূলক অবহিতকরণ সভা হয়েছে।

বুধবার বেলা সাড়ে ১১টায় সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা হয়। মানুষের জন্য ফাউন্ডেশন (এম জে এফ) এর সহযোগিতায় বেসরকারী সংস্থা পাসা ( পিপলস অ্যাডভান্সমেন্ট সোশাল অ্যাসোসিয়েশন) এ সভার আয়োজন করে।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সদরের ইউএনও মামুন সরদার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মানিকগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি গোলাম ছরোয়ার ছানু,সাধারণ সম্পাদক অতিন্দ্র চক্রবর্তী বিপ্লব,রাহুল জামান সুজন,প্রমুখ। 

এতে স্বাগত বক্তব্য রাখেন পাসার নির্বাহী পরিচালক মো. ফরিদ হোসেন। মূল প্রবন্ধ পাঠ করেন জেলা শিশু বিষয়ক অফিসার শরিফুল ইসলাম।

বক্তারা বলেন মানুষের জন্য ফাউন্ডেশন এমন একটি অন্যতম প্রকল্প যা সহিংস উগ্রবাদ প্রতিরোধে তরুণ শিক্ষিত যুব সমাজকে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি উদ্ভাবনী কর্মসূচিতে উৎসাহিত করে থাকে। 

পরে মানুষের জন্য ফাউন্ডেশন এর প্রোগ্রাম অফিসার শাহরিয়ার মান্নান সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। সভায় জেলার বিভিন্ন ইলেক্ট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার ৩২ জন সাংবাদিকরা অংশ গ্রহণ করেন।

ডেইলি বাংলাদেশ/জেএইচ