Alexa মাদাম তুসোয় বিয়ন্সের মূর্তিকে ঘিরে বিতর্ক

ঢাকা, বৃহস্পতিবার   ০৫ ডিসেম্বর ২০১৯,   অগ্রহায়ণ ২১ ১৪২৬,   ০৮ রবিউস সানি ১৪৪১

মাদাম তুসোয় বিয়ন্সের মূর্তিকে ঘিরে বিতর্ক

 প্রকাশিত: ০৯:৪৬ ২৩ জুলাই ২০১৭  

আমেরিকার প্রভাবশালী গায়িকা-অভিনেত্রীদের একজন বিয়ন্সে। তার একটি মূর্তি আছে মাদাম তুসো জাদুঘরের নিউ ইয়র্কের ম্যানহাটন শাখায়। বিয়ন্সে কৃষ্ণাঙ্গ হলেও মূর্তিটি দেখতে ছিল একদমই শ্বেতাঙ্গ নারীর মতো। এ নিয়ে টুইটারে অনেকে ক্ষোভ প্রকাশ করেছেন। অনেকেই অভিযোগ করেছেন, যারা বিয়ন্সের মূর্তি তৈরি করেছে তারা হয়তো কখনই বিয়ন্সেকেই দেখেননি। শুধু মাদাম তুসোতে নয়, অন্যান্য জাদুঘরেও বিয়ন্সের মূর্তি আছে। সেগুলো ছবি পোস্ট করেও তারা তুলনামূলক বিশ্লেষণ করেছেন। কেউ কেউ আবার এটি নিয়ে হাসি-তামাশায় মেতেছেন। তাদের বক্তব্য, বিয়ন্সে কৃষ্ণাঙ্গ হলেও তার মূর্তি দেখতে শ্বেতাঙ্গ গায়িকা টেইলর সুইফটের মতোই লাগছে। গত বৃহস্পতিবার পরে স্বল্প সময়ের জন্য মূর্তিটি সরিয়ে নেয় জাদুঘর কর্তৃপক্ষ। অবয়ব ঠিক রেখেই স্টাইল ও লাইটিংয়ে কিছু পরিবর্তন আনা হয়েছে। এখন অবশ্য বিয়ন্সেকে আগের মতো ফর্সা লাগছে না! সূত্র : টিএমজেড ডেইলি বাংলাদেশ/টিআরএইচ