Alexa মাদক ব্যবসায়ীর বাড়ি চিহ্নিত করে সাইনবোর্ড!

ঢাকা, বুধবার   ২৩ অক্টোবর ২০১৯,   কার্তিক ৭ ১৪২৬,   ২৩ সফর ১৪৪১

Akash

মাদক ব্যবসায়ীর বাড়ি চিহ্নিত করে সাইনবোর্ড!

ফেনী প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ২১:৫৪ ২০ সেপ্টেম্বর ২০১৯  

ছবি : ডেইলি বাংলাদেশ

ছবি : ডেইলি বাংলাদেশ

ফেনীতে মাদক ব্যবসায়ীর বাড়িতে সাইনবোর্ড লাগানোর কাজ শুরু করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)।

শুক্রবার বিকেলে জেলার পরশুরাম উপজেলার বাউর খূমা গ্রামের মাদক ব্যবসায়ী জসিম উদ্দিনের বাড়িতে সাইনবোর্ড লাগিয়েছেন তারা।

ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. নাহিদুজ্জামান জানান, বুধবার পরশুরাম উপজেলার দুবলারচাদ থেকে ২০টি ইয়াবা ও তিন বোতল ফেনসিডিলসহ পরশুরাম বিওপির টহলদল জসিম উদ্দিনকে আটক করে। সে উপজেলার বাউর খুমা গ্রামের নজরুল ইসলামের ছেলে। শুক্রবার ওই বাড়িতে “ইয়াবা ব্যবসায়ী” ও “মাদক ব্যবসায়ীর বাড়ি” লিখে চিহ্নিত করা হয়েছে। এ ছাড়া অন্যান্য মাদক ব্যবসায়ীদের বাড়িও একইভাবে চিহ্নিত করার কার্যক্রম চলমান রয়েছে।

ডেইলি বাংলাদেশ/জেএইচ