Alexa মাদক নিয়ে শাবির চার শিক্ষার্থীসহ আটক ৬

ঢাকা, শুক্রবার   ২৪ জানুয়ারি ২০২০,   মাঘ ১০ ১৪২৬,   ২৮ জমাদিউল আউয়াল ১৪৪১

Akash

মাদক নিয়ে শাবির চার শিক্ষার্থীসহ আটক ৬

সিলেট প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ২১:৪৪ ১২ ডিসেম্বর ২০১৯   আপডেট: ২১:৪৬ ১২ ডিসেম্বর ২০১৯

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

সিলেটে ২০ বোতল বিদেশি মদসহ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থীসহ ছয়জনকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে সিলেট-তামাবিল সড়কের ক্যান্টনমেন্ট বোর্ড স্কুলের সামনে থেকে তাদের আটক করা হয়। 

আটকরা হলেন- বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও নীলফামারীর জলঢাকা থানার শিমুলবাড়ী গ্রামের প্রমোদ চন্দ্র রায়ের ছেলে রতন রায়, একই বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার পাড়াগাঁও গ্রামের সিরাজুল হকের ছেলে ও জুবাইদুল অর্নব, ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও হবিগঞ্জের লাখাই থানার তেঘরিয়া গ্রামের এনামুল হকের ছেলে রাকিবুল হাসান ও ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও বগুড়ার শেরপুর থানার জয়লাজুয়ান গ্রামের আব্দুল মজিদের ছেলে রাকিব শাহরিয়ার। এছাড়া বাকি আটকরা হলেন- সিএনজি অটোরিকশা চালক মো. সজিব নেত্রকোনার বারহাট্টা থানার বাখরা থানার চন্দ্রপুর গ্রামের সুলতান মিয়ার ছেলে ও তার সহযোগী একই থানার বাখরা গ্রামের মো. ইছাব উদ্দিনের ছেলে মো. কামরুল। 

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) জেদান আল মুসা জানান, বুধবার রাত ১টার দিকে বটেশ্বরের ক্যান্টনমেন্ট বোর্ড স্কুলের সামনে সিলেট-তামাবিল সড়কে একটি সিএনজিচালিত অটোরিকশাকে থামার সংকেত দেয়া হয়। তবে অটোটি সংকেত অমান্য করে দ্রুত গতিতে পালিয়ে যাওয়া চেষ্টা করে। এতে ধাওয়া দিয়ে অটোরিকশাটি ধরা হয়। এ সময় ২০ বোতল মদসহ তাদের আটক করা হয়। উদ্ধার করা মাদক আনুমানিক মূল্য সাড়ে চার লাখ টাকা। আটকদের বিরুদ্ধে শাহপরান থানায় মামলা দায়েরের পর বৃহস্পতিবার আদালতে পাঠানো হয়েছে। 

বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক জহীর উদ্দিন আহমেদ বলেন, কোনো শিক্ষার্থী অনৈতিক কিছু করলে বা মাদক বহন এবং সেবন অবস্থায় আটক হলে বিশ্ববিদ্যালয়ের কিছু করার নেই। এটা পুলিশ দেখবে।

ডেইলি বাংলাদেশ/এমকেএ