Alexa মাতাল চালক ফুটপাতে প্রচণ্ড গতিতে উঠিয়ে দিলেন গাড়ি (ভিডিও)

ঢাকা, সোমবার   ১৬ সেপ্টেম্বর ২০১৯,   আশ্বিন ১ ১৪২৬,   ১৬ মুহররম ১৪৪১

Akash

মাতাল চালক ফুটপাতে প্রচণ্ড গতিতে উঠিয়ে দিলেন গাড়ি (ভিডিও)

আন্তর্জাতিক ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১৯:৫৬ ১৯ আগস্ট ২০১৯   আপডেট: ২০:১০ ১৯ আগস্ট ২০১৯

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

পরিস্থিতি একদমই শান্ত। কোনো হৈচৈ নেই। কেউ এদিক-ওদিক হাটছেন। আবার কেউবা চা-বিড়ি খাচ্ছেন। এ অবস্থাতেই মাতাল চালক প্রচণ্ড গতিতে সোজা ফুটপাতে তুলে দিলেন গাড়ি। 

বেঙ্গালুরুর এইচএসআর লেআউট এলাকায় রোববার দুপুরে ২টার দিকে এমনই এক কাণ্ড ঘটেছে। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার সময় চালক মাতাল ছিলেন।

ভিডিওতে দেখা যায়, দুরন্ত গতির একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে উঠে আসে ফুটপাতে। আর সেই গাড়ির সামনে দাঁড়িয়ে থাকা সবাইকে সজোড়ে ধাক্কা দিয়ে সামনে ফেলে দেয়। 

সেই ঘটনার সিসিটিভি ফুটেজের নয় সেকেন্ডের একটি ভিডিও সোমবার সকালে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যেই তা ভাইরাল হয়ে যায়।

এদিকে এ ঘটনায় ওই গাড়ির চালক ৪৩ বছরের রাজেন্দ্রকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি একটি ট্রাভেল এজেন্সিতে কাজ করেন। 

এ ঘটনায় সাতজন আহত হয়েছেন। এদের মধ্যে গৌতম ও শঙ্কর নামের দুই ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক। বাকিদের প্রাথমিক চিকিৎসার পর হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়েছে।

ভিডিওটি দেখুন এখানে

ডেইলি বাংলাদেশ/জেডআর