Alexa মাঠে নারীর মাথাবিহীন মরদেহ

ঢাকা, সোমবার   ২২ জুলাই ২০১৯,   শ্রাবণ ৭ ১৪২৬,   ১৮ জ্বিলকদ ১৪৪০

মাঠে নারীর মাথাবিহীন মরদেহ

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১২:৪৭ ১২ জুলাই ২০১৯   আপডেট: ১২:৪৮ ১২ জুলাই ২০১৯

ফাইল ছবি

ফাইল ছবি

কুষ্টিয়ার ভেড়ামারার ষোলদাগ এলাকার পদ্মা নদীর পাশের মাঠ থেকে শুক্রবার সকালে এক নারীর মাথাবিহীন মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত নাসিমা খাতুন দৌলতপুর উপজেলার সোনাইকুন্ডি গ্রামের মবিদুল ড্রাইভারের স্ত্রী।

স্থানীয় প্যানেল চেয়ারম্যান আশরাফুল ইসলাম কচি বলেন, সকালে পদ্মা নদীর পূর্বপাশের মাঠের মধ্যে বোরকা পরা অবস্থায় এক নারীর মাথাবিহীন মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তারা পুলিশে খবর দেন।

ভেড়ামারা থানার ওসি মোল্লা খবির আহমেদ বলেন, নিহত ওই নারীর পরিবারের লোকজন তার পরিচয় শনাক্ত করেছেন। পরিবারের কাছ থেকে জানতে পারি তিনি সাতদিন ধরে নিখোঁজ ছিলেন। মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ডেইলি বাংলাদেশ/এমআর