Alexa মাঠেই বিয়ের প্রস্তাব দিলেন প্রেমিক (ভিডিও)

ঢাকা, মঙ্গলবার   ১০ ডিসেম্বর ২০১৯,   অগ্রহায়ণ ২৫ ১৪২৬,   ১২ রবিউস সানি ১৪৪১

মাঠেই বিয়ের প্রস্তাব দিলেন প্রেমিক (ভিডিও)

স্পোর্টস ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১৪:৫৬ ২০ অক্টোবর ২০১৯   আপডেট: ১৪:৫৬ ২০ অক্টোবর ২০১৯

বিয়ের প্রস্তাব পাওয়ার ব্যাপারে সব মেয়েরই একটি অন্যরকম স্বপ্ন থাকে। অধিকাংশ মেয়েই কল্পনায় ভাবেন তার রাজপুত্র সবার সামনে তাকে ভালোবাসার কথা জানাবেন। এমন ইচ্ছা সবার পূরণ হয় না। তবে অ্যাডিলেড স্ট্রাইকার্স স্পিনার অ্যামান্ডা ওয়েলিংটন নিজেকে ভাগ্যবতী ভাবতেই পারেন। খেলা শেষে তাকে বিয়ের প্রস্তাব দেন তার প্রেমিক। মূহুর্তেই ভাইরাল হয়ে যায় সেই ভিডিও। 

শনিবার নারীদের বিগ ব্যাশ লিগে অ্যাডিলেড স্ট্রাইকার্স মুখোমুখি হয়েছিল মেলবোর্ন রেনেগেডসের। ম্যাচে ৬ উইকেটে জয় পাওয়ার পর মাঠে সতীর্থদের সঙ্গে জয় উদযাপন করছিলেন অ্যামান্ডা ওয়েলিংটন। এমন সময় মাঠে প্রবেশ করেন অ্যামান্ডার বয়ফ্রেন্ড টেইলর ম্যাকেচনি। সবার সামনে হাঁটু গেড়ে বসে প্রেমিকাকে আংটি পরিয়ে দেন তিনি। গোটা ঘটনাটি ক্যামেরাবন্দি হয় মাঠে উপস্থিত চিত্রসাংবাদিকদের ক্যামেরায়। অফিসিয়াল টুইটার পেজে ঘটনাটির ভিডিও পোস্ট করে অ্যামান্ডা ও তার প্রেমিককে শুভেচ্ছা জানিয়েছে অ্যাডিলেড স্ট্রাইকার্স।

প্রেমিকের এমন কান্ডে আনন্দে আবেগী হয়ে পড়েন ২২ বছরের অ্যামান্ডা। তিনি বলেন, সতীর্থরা পিছন থেকে সমানে উৎসাহ জুগিয়ে যাচ্ছিল। অজি লেগ-স্পিনারের কথায়, আমি যখন টেইলারকে মাঠে প্রবেশ করতে দেখি তখন জানতাম না কী ঘটতে চলেছে। তবে যা ঘটেছে তারজন্য আমি ভীষণই খুশি। আমি এখনও ঘটনার কথা ভেবে কাঁপছি।

২০১৬ জাতীয় দলের জার্সিতে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় অ্যামান্ডা জেড ওয়েলিংটনের। জাতীয় দলের হয়ে এখনও পর্যন্ত ৮টি টি-টোয়েন্টি, ১২টি ওয়ানডে ও ১টি টেস্ট খেলেছেন এই নারী ক্রিকেটার।

ডেইলি বাংলাদেশ/টিআরএইচ