Alexa মাছ নিয়ে ঝগড়া, ভাই-ভাতিজার লাঠির আঘাতে বৃদ্ধ নিহত

ঢাকা, শুক্রবার   ২০ সেপ্টেম্বর ২০১৯,   আশ্বিন ৬ ১৪২৬,   ২১ মুহররম ১৪৪১

Akash

মাছ নিয়ে ঝগড়া, ভাই-ভাতিজার লাঠির আঘাতে বৃদ্ধ নিহত

কুড়িগ্রাম প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ২৩:২৭ ৯ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ২৩:৩০ ৯ সেপ্টেম্বর ২০১৯

কুড়িগ্রামের নাগেশ্বরীতে মাছ নিয়ে ঝগড়ার জেরে ভাই-ভাতিজার লাঠির আঘাতে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ সময় নিহতের দুই মেয়ে আহত হয়েছেন। এ ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ।

সোমবার দুপুরে উপজেলার নেওয়াশী ইউপির সুখাতি গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের নাম আব্দুল ওহাব খান। আহতরা হলেন- নিহতের মেয়ে সেলিনা ও আঞ্জুয়ারা। আটকরা হলেন- নিহতের ভাই মোহাম্মদ আলী ও তার ছেলে গোলাম মোস্তফা।

নাগেশ্বরী থানার ওসি রওশন কবীর জানান, ওহাব ও মোহাম্মদ আলীর পাশাপাশি দুটি পুকুর রয়েছে। নিজের পুকুরে বড়শি দিয়ে একটি মাছ ধরেন ওহাব। পরে মোহাম্মদ আলী ও তার ছেলে ওই মাছ নিজেদের পুকুরের দাবি করলে তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে দুই পরিবারের মধ্যে লাঠি নিয়ে সংঘর্ষ বাধে। এতে মোহাম্মদ আলী ও গোলাম মোস্তফার লাঠির আঘাতে ওহাব গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি আরো জানান, ওহাবের মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে একটি মামলা করা হয়েছে। পাশাপাশি দুইজনকে আটক করা হয়েছে। 

ডেইলি বাংলাদেশ/এমকেএ