Alexa মাছ ধরতে গিয়ে নিখোঁজ, ১৫ ঘণ্টা পর মরদেহ উদ্ধার

ঢাকা, সোমবার   ২১ অক্টোবর ২০১৯,   কার্তিক ৫ ১৪২৬,   ২১ সফর ১৪৪১

Akash

মাছ ধরতে গিয়ে নিখোঁজ, ১৫ ঘণ্টা পর মরদেহ উদ্ধার

রাঙামাটি প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ২৩:৩৮ ১৬ মে ২০১৯  

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

রাঙামাটির বাঘাইছড়িতে বুধবার সন্ধ্যায় মাছ ধরতে গিয়ে নিখোঁজ হন অবসরপ্রাপ্ত উপ-সহকারী কৃষি কর্মকর্তা প্রশান্ত চাকমা। ১৫ ঘণ্টা পর তার মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

প্রশান্ত চাকমার স্ত্রী জানান, কাচালং নদীতে মাছ ধরার সময় হঠাৎ পা পিছলে পড়ে যান তিনি। এরপর স্থানীয়রা তার কোনো খোঁজ না পেয়ে উপজেলা প্রশাসনকে জানানো হয়। বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার মরদেহ উদ্ধার করে।

বাঘাইছড়ির ইউএনও আহসান হাবীব জানান, মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে প্রশান্ত চাকমার পরিবারকে আর্থিক সহায়তা দেয়া হবে।

ডেইলি বাংলাদেশ/এআর