Alexa মাছ খেয়েই বছরে আয় ৮ কোটি টাকা!

ঢাকা, বৃহস্পতিবার   ২২ আগস্ট ২০১৯,   ভাদ্র ৭ ১৪২৬,   ২০ জ্বিলহজ্জ ১৪৪০

Akash

মাছ খেয়েই বছরে আয় ৮ কোটি টাকা!

আন্তর্জাতিক ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১১:০৮ ৩ আগস্ট ২০১৯   আপডেট: ১১:০৯ ৩ আগস্ট ২০১৯

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ব্লোভ নামে পরিচিত ৪৪ বছর বয়সী গাসকিন খাওয়ার ভিডিও বানিয়ে ইউটিউব থেকে এক বছরেই আয় করে নিয়েছেন ১০ লাখেরও বেশি ডলার। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় সাড়ে আট কোটি টাকা।

খোলসওয়ালা মাছ যেমন চিংড়ি, লবস্টার ইত্যাদি খাওয়ার ভিডিও বানিয়েই সেলিব্রেটি হয়ে উঠেছেন  এই নারী।

ইউটিউবার গাসকিন বলেন, এ বছর আয় করেছি ১০ লাখ ডলারের কিছু বেশি অর্থ। তবে এটি শুধু ইউটিউব থেকেই। ব্রান্ডগুলো থেকেও প্রাপ্ত অর্থ এর সঙ্গে যুক্ত হয়নি।

২০১৭ সাল থেকে খাওয়ার ভিডিও বানানো শুরু করেন গাসকিন। ঘরে নিজেই রেসিপি বানিয়ে সেসব খাওয়ার ভিডিও বানাতেন তিনি।

এই সেলিব্রিটি নারী বলেন, আমি খেতে ভালোবাসি আর রাঁধতে খুবই পছন্দ করি।

গাসকিন বলেন, শুরুতে শুধু রান্নার ভিডিও দিতেন তিনি। কিন্তু খাওয়ার ভিডিও'ও চাইতে শুরু করে ভক্তরা। সেই থেকে নিজের ভিডিও বানানো শুরু এবং সেলিব্রেটি হয়ে ওঠা।

ডেইলি বাংলাদেশ/এমকে

Best Electronics
Best Electronics