Alexa মাছের জন্য শ্যালককে হত্যা!

ঢাকা, বৃহস্পতিবার   ১৮ জুলাই ২০১৯,   শ্রাবণ ৩ ১৪২৬,   ১৪ জ্বিলকদ ১৪৪০

মাছের জন্য শ্যালককে হত্যা!

কুমিল্লা প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১৭:৫০ ১৮ জুন ২০১৯  

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

কুমিল্লায় এক দুলাভাইয়ের বিরুদ্ধে মাছের জন্য শ্যালককে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার ভোরে নগরীর চাঁনপুর ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত কামাল হোসেন জেলার বুড়িচংয়ের কোরপাই গ্রামের আবদুল মতিনের ছেলে। অভিযুক্ত নিজাম উদ্দিন একই জেলার আদর্শ সদরের পাঁচথুবী ইউপির মিরপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে

নিহতের বড় ভাই কবির হোসেন জানান, রোববার রাতে কামাল ও বোন জামাই নিজাম উদ্দিন বাড়ির পুকুরে জাল ফেলে মাছ ধরেন। মাছগুলো বেশি দামে বিক্রির জন্য ভোরে পিকআপ ভ্যানে চকবাজারের উদ্দেশ্যে রওনা হন তারা। ভোর সাড়ে ৫ টায় মাছ বোঝাই গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে বলে কবিরকে জানায় নিজাম। খবর পেয়ে কবির ঘটনাস্থলে গেলে কামালকে অচেতন অবস্থায় দেখেন তিনি। তখন পিকআপ বা নিজামের উপস্থিতি না পেয়ে মুঠোফোনে ফোন দেন কবির। তবে নিজামের মোবাইলের সংযোগ বন্ধ পান। পরে টহলরত পুলিশের সহযোগিতায় কামালকে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
 
তিনি আরো জানান, ঘটনার পর নিজামের খোঁজ পাওয়া যাচ্ছে না। কামালকে মাথায় আঘাত করে হত্যার পর নিজাম মাছ নিয়ে পালিয়েছে।  

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ওসি আবদুস ছালাম মিয়া জানান, পুলিশ মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি বাংলাদেশ/এমকেএ