Alexa মাগুরায় ফলন প্রদর্শন বিষয়ক মাঠ দিবস

ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২০,   মাঘ ৯ ১৪২৬,   ২৭ জমাদিউল আউয়াল ১৪৪১

Akash

মাগুরায় ফলন প্রদর্শন বিষয়ক মাঠ দিবস

মাগুরা প্রতিনিধি

 প্রকাশিত: ১৬:১৮ ৯ জানুয়ারি ২০১৯   আপডেট: ১৬:১৮ ৯ জানুয়ারি ২০১৯

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

মাগুরা সদর উপজেলার আঙ্গারদহ গ্রামে বুধবার সরিষা চাষের উপযোগিতা ও ফলন বিষয়ক মাঠ দিবস হয়েছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক মোহম্মদ জাহিদুল আমিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ডিসি মোহাম্মদ আলী আকবর।

এ সময় বক্তব্য রাখেন সদর ইউএনও আবু সুফিয়ান, উপজেলা কৃষি কর্মকর্তা রুহল আমিন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নুশরাত জাহান, জেলা প্রেসক্লাব সম্পাদক শামীম আহমেদ খান, স্থানীয় আওয়ামী লীগ নেতা পিল্টন মাহমুদ ও কৃষক মোখলেছুর রহমান।

মাঠ দিবসে বারি উন্নতজাতের সরিষা একদিকে যেমন স্বল্পজীবন কালীন অন্যদিকে এটি প্রচলিত সাধারণ জাতের তুলনায় দেড়গুণ ফলন দেয়। এ কারণে কৃষকদের মাঝে এটির চাহিদা বাড়ছে। এছাড়া অধিক ফলনের জন্য সরিষা চাষিদের মৌবাক্স স্থাপন করে ক্ষেতে মৌ-চাষের জন্য পরামর্শ দেয়া হয়।

ডেইলি বাংলাদেশ/এমআর