Alexa মাকে খুন করে পালাল ছেলে

ঢাকা, সোমবার   ২৩ সেপ্টেম্বর ২০১৯,   আশ্বিন ৮ ১৪২৬,   ২৩ মুহররম ১৪৪১

Akash

মাকে খুন করে পালাল ছেলে

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ০১:৪৩ ২৪ আগস্ট ২০১৯  

ফাইল ছবি

ফাইল ছবি

ময়মনসিংহের নান্দাইলে ছেলের ছুরিকাঘাতে সৎ মা নিহত হয়েছেন। ঘটনার পর ঘাতক ছেলে জীবন মিয়া পালিয়ে গেছে।

শুক্রবার দুপুরে উপজেলার খারুয়া ইউপির হালিউড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মুক্তা বেগম ওই গ্রামের আব্দুল হালিমের দ্বিতীয় স্ত্রী।

স্থানীয়রা জানান, প্রথম স্ত্রী মারা যাওয়ার পর মুক্তাকে বিয়ে করেন হালিম। মুক্তা উপজাতি ছিলেন। ধর্মান্তরিত হয়ে হালিমের সঙ্গে বিয়ে হয় তার।

নান্দাইল থানার ওসি মনসুর আহম্মদ বলেন, পারিবারিক বিভিন্ন সমস্যা নিয়ে কিছুদিন ধরে হালিমের পরিবারে বিরোধ চলছিল। শুক্রবার দুপুরে তার ছেলে জীবনের সঙ্গে সৎ মা মুক্তার বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে সৎ মাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় জীবন। পরে স্থানীয়রা মুক্তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরো বলেন, মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের স্বামী হালিমকে আটক করা হয়েছে।

ডেইলি বাংলাদেশ/এমআর