Alexa মাই ওয়াইফ

ঢাকা, মঙ্গলবার   ১৯ নভেম্বর ২০১৯,   অগ্রহায়ণ ৫ ১৪২৬,   ২২ রবিউল আউয়াল ১৪৪১

Akash

‘মাই ওয়াইফ’

 প্রকাশিত: ১২:০৫ ২৮ এপ্রিল ২০১৮   আপডেট: ০০:০৫ ২৯ এপ্রিল ২০১৮

ফাইল ফটো

ফাইল ফটো

গেলো বছরের শুরুর দিকে এক প্রকার গোপনভাবেই বিয়ের কাজটা সেরে নেন টাইগার পেসার রুবেল হোসেন। বাগেরহাটের মুনিগঞ্জের মেয়ে ইসরাত জাহান দোলাকে বিয়ে করেন তিনি।

রুবেলের স্ত্রী, বাগেরহাট বহুমুখী কলেজিয়েট স্কুল থেকে এসএসসি পরীক্ষায় পাশ করে উচ্চ মাধ্যমিকে পড়াশোনা করছেন।

এদিকে, এই বছর সংসার জীবনের এক বছর পূর্ণ করলেন রুবেল-দোলা দম্পতি। এখন কেমন কাটছে তাদের সংসার? খোঁজ নিয়ে জানা গেলো, বেশ ভালোই কাটছে। কোন কলহ নেই তাদের সংসারে। স্ত্রীকে নিয়ে বেশ ‘হ্যাপি’ আছেন তিনি। যার প্রমাণ এরইমধ্যে দিয়েছেনও রুবেল নিজেও। আজ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দুটি ছবি পোষ্ট করেছেন তিনি।

সেখানে ক্যাপশনে তিনি লেখেন, ‘মাই ওয়াইফ’

তবে, বছরের বেশিরভাগ সময় ক্রিকেট নিয়েই ব্যস্ত থাকেন রুবেল। জাতীয় দলের খেলোয়াড় হিসেবে সর্বদা ২২ গজে পড়ে থাকতে হয় তাকে।

ডানহাতি ফাস্ট মিডিয়াম এই বোলার রুবেল। দলের প্রয়োজনে ব্যাট হাতেও দেখা যায় তাকে। ২০১৫ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ভাল পারফরম্যান্স করে খুব প্রশংসিত হন। এখনো পর্যন্ত তিন ফরম্যাট মিলে একশো’র অধিক উইকেট নিয়েছেন রুবেল।

২০০৯ সালে প্রথম একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় পেসার রুবেল হোসেনের।

ডেইলি বাংলাদেশ/জেডআই