Alexa মহেশপুরে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ঢাকা, রোববার   ১৭ নভেম্বর ২০১৯,   অগ্রহায়ণ ৩ ১৪২৬,   ২০ রবিউল আউয়াল ১৪৪১

Akash

মহেশপুরে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১৪:৩৩ ৮ নভেম্বর ২০১৯  

ফাইল ছবি

ফাইল ছবি

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের গুলিতে সুমন নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

শুক্রবার ভোরে সীমান্তের শীলগেট এলাকায় এ ঘটনা ঘটে। সুমন উপজেলার শ্যামকুড় পশ্চিমপাড় গ্রামের আব্দুল মান্নানের ছেলে।

ঝিনাইদহ-৫৮ বিজিবি পরিচালক লেফটেন্যান্ট কর্নেল কামরুল আহসান জানান, বৃহস্পতিবার রাতে সুমনসহ কয়েকজন মহেশপুর সীমান্তে লড়াইঘাট এলাকা দিয়ে ভারতের অভ্যন্তরে গরু আনতে যান। ভোরে গরু নিয়ে ফেরার সময় মেইন পিলার ৬০/১৩৩-১৩৪ শীলগেট এলাকায় পৌঁছালে তাদের লক্ষ্য করে গুলি চালায় বিএসএফ। এতে ঘটনাস্থলেই সুমন নিহত হন। মরদেহ নদীয়া জেলার হাসখালী পুলিশের হেফাজতে রয়েছে।

ডেইলি বাংলাদেশ/এমআর