Alexa মহিষ চরাতে গিয়ে দুই রাখালের মৃত্যু

ঢাকা, শনিবার   ১৯ অক্টোবর ২০১৯,   কার্তিক ৪ ১৪২৬,   ২০ সফর ১৪৪১

Akash

মহিষ চরাতে গিয়ে দুই রাখালের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১৬:০৪ ৯ অক্টোবর ২০১৯   আপডেট: ১৬:০৮ ৯ অক্টোবর ২০১৯

ফাইল ছবি

ফাইল ছবি

নোয়াখালীর হাতিয়ায় মহিষ চরাতে গিয়ে বজ্রপাতে দুই রাখালের মৃত্যু হয়েছে। বুধবার সকালে উপজেলার বুড়ির চর ইউপির বড় দেইল গ্রামের খোলা মাঠে এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন- ওই গ্রামের খানার বাড়ির কামাল উদ্দিনের ছেলে কামরুজ্জামান ও একই গ্রামের জয়নাল আবেদীনের ছেলে আবুল কালাম।  

বুড়িরচর ইউপির সদস্য নূরুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকাল থেকে বুড়িরচরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়। মাঝে মাঝে কয়েকটি বজ্রপাতের ঘটনাও ঘটে। বৃষ্টির মধ্যে লালচর এলাকার মাঠে ছেড়ে আসা মহিষের পাল নিয়ন্ত্রণে যায় কামরুজ্জামান ও কালাম। মাঠের কাছাকাছি গেলে হঠাৎ বজ্রপাতের শিকার হয়ে ঘটনাস্থলে দুইজন মারা যান। পরে স্থানীয়রা তাদের জমিতে পড়ে থাকতে দেখে বাড়িতে খবর দেয়।  

হাতিয়া থানার ওসি আবুল খায়ের জানান, খবর পেয়ে মরদেহ দুটি উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ডেইলি বাংলাদেশ/এমকেএ