Alexa মহানন্দায় ধরা পড়ল ৪২ কেজি ওজনের বাঘাইড়

ঢাকা, শুক্রবার   ২০ সেপ্টেম্বর ২০১৯,   আশ্বিন ৫ ১৪২৬,   ২০ মুহররম ১৪৪১

Akash

মহানন্দায় ধরা পড়ল ৪২ কেজি ওজনের বাঘাইড়

পঞ্চগড় (তেঁতুলিয়া) প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ২১:২৬ ১৭ আগস্ট ২০১৯   আপডেট: ২২:১৮ ১৭ আগস্ট ২০১৯

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার মহানন্দা নদীতে পাথর শ্রমিকদের জালে ধরা পড়েছে এক মণ ওজনের বাঘাইড়। শুক্রবার বিকেলে তেঁতুলিয়া উপজেলার সর্দারপাড়া এলাকা সংলগ্ন মহানন্দা নদীতে মাছটি আটকা পড়ে।

স্থানীয়রা জানান, মহানন্দা নদীর পানি কিছুটা কমে যাওয়ায় ১২ থেকে ১৩ জন পাথর শ্রমিক বড় জাল নিয়ে মাছ ধরতে যান। একপর্যায়ে তাদের জালে বিশাল আকৃতির বাঘাইড় মাছ আটকা পড়ে। পরে ওজন মাপা হলে মাছটির ওজন ৪২ কেজি।

মুহূর্তের মধ্যে ঘটনা পুরো এলাকায় ছড়িয়ে পড়ে। বিভিন্ন এলাকা থেকে শত শত মানুষ মাছটি দেখতে ভিড় জমায়। পরে পাথর শ্রমিকরা নিজেদের মধ্যে মাছটি ভাগ-বাঁটোয়ারা করে নেন।

পাথর শ্রমিক বিপ্লব, রেজাউল ও নাদির বলেন, নদীতে মাছ ধরতে গেলে ৪২ কেজি ওজনের বাঘাইড় মাছটি ঝালে আটকা পড়ে। তারা মাছটি বিক্রি না করে নিজেরা ভাগাভাগি করে নেন। এর আগে ওই নদীতে আইড় ও বোয়ালসহ বিভিন্ন মাছ ধরা পড়লেও এই প্রথম বাঘাইড় মাছ ধরা পড়ল বলে তারা জানান।

ডেইলি বাংলাদেশ/এমকে