Alexa মহাকাশে রাত কাটানোর সুযোগ দিচ্ছে নাসা

ঢাকা, মঙ্গলবার   ২৪ সেপ্টেম্বর ২০১৯,   আশ্বিন ৯ ১৪২৬,   ২৪ মুহররম ১৪৪১

Akash

মহাকাশে রাত কাটানোর সুযোগ দিচ্ছে নাসা

বিজ্ঞান ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১৪:২৩ ৯ জুন ২০১৯  

ফাইল ছবি

ফাইল ছবি

চাইলে আপনি রাত কাটাতে পারবেন মহাকাশ স্টেশনে! প্রায় ৬ কোটি ডলারের বিনিময়ে এ স্বপ্ন পূরণ করতে পারবেন যে কেউ। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা বলছে, আগামী বছরই চালু হবে এমন ব্যবস্থা। খবর বিবিসি’র।

নাসা এক বিবৃতি জানিয়েছে, ২০২০ সাল হতে পর্যটকরা এবং ব্যবসায়ীরা আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে রাত কাটাতে পারবেন। পর্যটক হিসেবে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে থাকা এবং আসা-যাওয়া মিলিয়ে মোট খরচ পড়বে পাঁচ কোটি আশি লাখ ডলার! নাসা আশা করছে, পর্যটকদের কাছ থেকে পাওয়া অর্থ তারা মহাকাশে আরো গবেষণা এবং নতুন অভিযানে খরচ করতে পারবেন।

অল্প সংখ্যক পর্যটকই প্রতিবছর সেখানে যাওয়ার সুযোগ পাবেন। মহাকাশ স্টেশনে সর্বোচ্ছ ৩০ দিন পর্যন্ত থাকতে পারবেন। তবে পর্যটক হিসেবে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে যাওয়ার আগে খুবই কঠোর শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

নাসার চিফ ফিনান্সিয়াল অফিসার জেফ ডেউইট বলেন, এই মুহূর্তে নাসার কোনো নভোচারী যখন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে যান তখন তাদের পেছনে খরচ পড়ে আট কোটি ডলার। এখন যদি বাণিজ্যিক ভিত্তিতে নাসা মহাকাশে পর্যটক পাঠাতে শুরু করে, তখন গড়ে খরচ পড়বে জনপ্রতি পাঁচ কোটি আশি লাখ ডলার।

ডেইলি বাংলাদেশ/এনকে