Alexa মসজিদে মদের আসর বানাল যে দেশ!

ঢাকা, বুধবার   ১৭ জুলাই ২০১৯,   শ্রাবণ ২ ১৪২৬,   ১৩ জ্বিলকদ ১৪৪০

মসজিদে মদের আসর বানাল যে দেশ!

আন্তর্জাতিক ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১২:২১ ১৫ এপ্রিল ২০১৯   আপডেট: ১২:২১ ১৫ এপ্রিল ২০১৯

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ইসলাম বিরোধী নানা বিতর্কিত কর্মকাণ্ডের জন্য সমালোচিত ইহুদি রাষ্ট্র ইসরায়েল। আর এরই মধ্যে দেশটির একটি ঐতিহাসিক মসজিদে মদের আড্ডাখানা ও অনুষ্ঠান আয়োজনের স্থানে পরিণত করেছে। ইসরায়েলের সাফেদ পৌরসভায় অবস্তিত আল-আহমার মসজিদকে পানশালা বানানো হয়েছে। খবর- মিডল ইস্ট মনিটর।

প্রতিবেদনে বলা হয়েছে, সাফেদে আরব শহরের অন্যতম ঐতিহাসিক স্থান। সেখানে অবস্থিত এই মসজিদটি ১৯৪৮ সালে ইসরায়েলি বাহিনী দখলে নেয়। সাফেদে এক সময় ১২ হাজার মুসলিম বসবাস করতেন। সে সময় তাদেরকে জোর করে বিতাড়িত করা হয়।

প্রথম দিকে পবিত্র এ মসজিদটিতে একটি ইহুদি স্কুল প্রতিষ্ঠা করা হয়। পরে এটিকে লিকুদ দলের নির্বাচনী প্রচারণায় লাগানো হয়। কিছুদিন এটি ছিল কাপড়ের গুদাম এবং অবশেষে এটিকে একটি নাইট ক্লাব বানানো হয়।

ফিলিস্তিনি পত্রিকা আল কুদস আল আরাবির খবরে জানানো হয়, ইসরায়েলি পৌরসভার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে এমন একটি প্রতিষ্ঠান মসজিদটিকে নাইট ক্লাব ও বিয়ের অনুষ্ঠনের স্থান বানিয়েছে। আর আল আহমার মসজিদের বদলে এর নাম রাখা হয়েছে খান আল আহমার।

বর্তমানে মসজিদটির পবিত্রতা রক্ষা এবং তা ছেড়ে দেয়ার জন্য স্থানীয় একটি ইসলামিক সংস্থার সেক্রেটারি খাইর তাবারি আদালতে আবেদন করেছেন। বিষয়টি ইসরাইলের আদালতে বিচারাধীন।

ডেইলি বাংলাদেশ/জেডআর