মসজিদের দান বাক্সে সোয়া কোটি টাকার অলংকার
প্রকাশিত: ২২:০৪ ১১ মার্চ ২০২০

নিলামে স্বর্ণ ও রুপার অংলকার বিক্রির সময় তোলা ছবি
কিশোরগঞ্জ শহরের পাগলা মসজিদের দানবাক্সে দান করা অলংকার প্রায় সোয়া কোটি টাকায় নিলামে বিক্রি হয়েছে।
বুধবার বিকেলে ৪২০ ভরি স্বর্ণ ও ১৮৮ ভরি রুপার অলংকার এক কোটি ১১ লাখ ১০ হাজার ১২০ টাকায় বিক্রি হয়।
নিলামে বিক্রির সময় অলংকারকে পাঁচটি ভাগে ভাগ করা হয়। এর মধ্যে ২১ ভরি ওজনের ২১ ও ২২ ক্যারট মানের বিদেশি স্বর্ণ, যা প্রতি ভরি ৩৯ হাজার ৪০০ টাকা, ৩১ ভরি দেশি স্বর্ণ প্রতি ভরি ৩৬ হাজার ৩০০ টাকা, দেশি স্বর্ণের তৈরি ১৩১ ভরি ওজনের চাঁদ ও তারকা প্রতি ভরি ৪০ হাজার ৫০০ এবং ২৩৭ ভরি ১০ আনা ওজনের নাকফুল প্রতি ভরি ১৭ হাজার ৬০০ টাকায় বিক্রি হয়। এছাড়া ১৮৮ ভরি রুপার অলংকার প্রতি ভরি ৪০০ টাকা করে বিক্রি হয়। এতে আটজন ক্রেতা নিলামে অংশ নেন।
অতিরিক্ত ডিসি মো. হাবিবুর রহমান জানান, নিলামে অংশগ্রহণকারী আটজনের কাছ থেকে দেড় লাখ টাকা নগদ জামানত রাখা হয়েছে। সাতদিনের মধ্যে সব টাকা পরিশোধ করে কেনা স্বর্ণ বা রুপা নিতে হবে। স্বর্ণ বা রুপা সঠিক মাপে কম বা বেশি হতে পারে বলে জানান অতিরিক্ত ডিসি।
সাধারণত তিন মাস পর পর মসজিদটি ছয়টি দানবাক্স খোলা হয়। প্রতিবার বাক্স থেকে এক বা দেড় কোটি টাকা পাওয়া যায়। নগদ ছাড়া স্বর্ণ ও রুপার অলংকার পাওয়া যায়। সেই অলংকার কালেক্টরের ট্রেজারিতে রাখা হয়। প্রায় তিন বছর জমানোর পর সব অলংকার আজ নিলামে বিক্রি হয়েছে।
ডেইলি বাংলাদেশ/এমকেএ