Alexa মর্নিং ওয়াক করছেন ওবায়দুল কাদের (ভিডিও)

ঢাকা, সোমবার   ১৯ আগস্ট ২০১৯,   ভাদ্র ৫ ১৪২৬,   ১৮ জ্বিলহজ্জ ১৪৪০

Akash

মর্নিং ওয়াক করছেন ওবায়দুল কাদের (ভিডিও)

নিজস্ব প্রতিবেদক ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১১:১৮ ২৮ এপ্রিল ২০১৯   আপডেট: ১১:২৪ ২৮ এপ্রিল ২০১৯

ভিডিও থেকে স্ক্রিনশট নেয়া

ভিডিও থেকে স্ক্রিনশট নেয়া

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এখন প্রায় সুস্থ। রোববার একটি ভিডিওতে সিঙ্গাপুরে চিকিৎসাধীন এ নেতাকে মর্নিং ওয়াক (হাঁটাহাঁটি) করতে দেখা গেছে।

মন্ত্রণালয়ের সেতু বিভাগের তথ্য কর্মকর্তা শেখ ওয়ালিদ ফয়েজ তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে এমন একটি ভিডিও পোস্ট করেছেন। সঙ্গে সঙ্গেই তা ভাইরাল হয়ে যায়। পোস্টে অনেকেই ওবায়দুল কাদেরের ‘সুস্থতা কামনা’ মন্তব্য করেছেন।

ভিডিওতে দেখা যায়, ওবায়দুল কাদের সুস্থ ও স্বাভাবিকভাবে হাঁটাচলা করছেন।

গত ৩ মার্চ হঠাৎ গুরুত্বর অসুস্থ হলে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ভর্তি হন ওবায়দুল কাদের। পরে তার হার্টে তিনটি ব্লক ধরা পড়ে।

উন্নত চিকিৎসার জন্য গত ৪ মার্চ ওবায়দুল কাদেরকে ঢাকা থেকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেয়া হয়। এক মাস চিকিৎসা শেষে গত ৫ এপ্রিল সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতাল থেকে তাকে ছাড়পত্র দেয়া হয়। বর্তমানে তিনি সিঙ্গাপুরেই অবস্থান করছেন।

 

ডেইলি বাংলাদেশ/এসআই

Best Electronics
Best Electronics