Alexa মর্গে রাখা লাশ তিনদিন পর হঠাৎ জীবিত! অতঃপর...

ঢাকা, মঙ্গলবার   ২০ আগস্ট ২০১৯,   ভাদ্র ৫ ১৪২৬,   ১৮ জ্বিলহজ্জ ১৪৪০

Akash

মর্গে রাখা লাশ তিনদিন পর হঠাৎ জীবিত! অতঃপর...

ফিচার ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১২:৪৯ ৩ আগস্ট ২০১৯   আপডেট: ১৩:৫০ ৭ আগস্ট ২০১৯

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

এক-আধদিন নয়, টানা তিন দিন ধরে মর্গে পড়ে রইলেন এক অসুস্থ ব্যক্তি। মর্গে যে খাটের উপর শুইয়ে রাখা হয়েছিল তাকে, সেখান থেকে আচমকাই নিচে পড়ে যান তিনি।

তখন জ্ঞান ফেরে মর্গের কর্মীদের। রাতারাতি মর্গের বাইরে বের করে আনা হয় তাকে। এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে ভারতের আসামের তিনসুকিয়ার একটি বেসরকারি হাসপাতালে। 

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, গত বুধবার আরপিএফ মোহাম্মদ হোসেন নামের ওই রোগীকে তিনসুকিয়ার লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ হাসপাতালে ভর্তি করা হয়। গুরুতর অসুস্থ ওই রোগী তখন বেহুশ ছিলেন। হাসপাতালের ডাক্তাররা তার চিকিৎসা করেছিলেন কিনা জানা যায়নি। তবে মৃত ভেবে সে দিনই মর্গে নিয়ে যাওয়া হয় তাকে।

হঠাৎ রোগী জীবিত বুঝতে পেরেই তড়িঘড়ি তাকে নিয়ে আসা হয় হাসপাতালের ওয়ার্ডে। ততক্ষণে অবশ্য বিষয়টি জানাজানি হয়ে যাওয়ায় হাসপাতালের সামনে তুমুল বিক্ষোভ শুরু করেন অন্য রোগীর আত্মীয়রা। তাদের সঙ্গে যোগ দেন স্থানীয় মানুষজন। ভুল বুঝতে পেরে অবশ্য সঙ্গে সঙ্গে ক্ষমা চেয়ে নেয় হাসপাতাল কর্তৃপক্ষ।

ডেইলি বাংলাদেশ/জেএমএস

Best Electronics
Best Electronics