Alexa মনপুরায় কারেন্ট জাল-জাটকা আটক

ঢাকা, বৃহস্পতিবার   ২০ ফেব্রুয়ারি ২০২০,   ফাল্গুন ৭ ১৪২৬,   ২৫ জমাদিউস সানি ১৪৪১

Akash

মনপুরায় কারেন্ট জাল-জাটকা আটক

মনপুরা (ভোলা) প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১৯:৪৩ ২৭ জানুয়ারি ২০২০  

ছবি : ডেইলি বাংলাদেশ

ছবি : ডেইলি বাংলাদেশ

ভোলার মনপুরার মেঘনায় অভিযান চালিয়ে ৫০ হাজার মিটার কারেন্ট জাল ও ১ মণ জাটকা আটক করেছে কোস্টগার্ড। 

সোমবার দুপুর ১২টায় উপজেলার পশ্চিম পাশের মেঘনার বিভিন্ন পয়েন্টে কোস্টগার্ডের কন্টিজেন্ট কমান্ডার মানিক সরকার ও দাউদকান্দি মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা আমিনুল ইসলাম নিয়াজির নেতৃত্বে অভিযানে জাল-জাটকা আটক করা হয়।

পরে আটক হওয়া ৫০ হাজার মিটার জাল উপজেলার হাজীর হাট লঞ্চ ঘাটে আগুন দিয়ে পোড়ানো হয়। পরে ১ মণ জাটকা অসহায়দের মাঝে বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য অফিস সহকারী মো. রফিকুল ইসলাম, মনপুরা ক্ষুদ্র মৎস্যজীবি সমিতির সভাপতি মো. নাছির মহাজন, কন্টিজেন্ট কমান্ডার মানিক সরকার ও দাউদকান্দি মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা আমিনুল ইসলাম নিয়াজিসহ গণমাধ্যমকর্মীরা।

মনপুরা কোস্টগার্ডের কমান্ডার মানিক সরকার জানান, পশ্চিম পাশের মেঘনায় যৌথ অভিযান পরিচালনা করে কারেন্ট জালসহ জাটকা আটক করা হয়। করেন্ট জাল আগুনে পুড়িয়ে ফেলা হয়। জাটকা অসহায়দের মধ্যে বিতরণ করা হয়।

ডেইলি বাংলাদেশ/জেএইচ