Alexa মধ্যরাতে অধ্যক্ষ ও শিক্ষিকা উদ্ধার

ঢাকা, সোমবার   ২২ জুলাই ২০১৯,   শ্রাবণ ৭ ১৪২৬,   ১৮ জ্বিলকদ ১৪৪০

মধ্যরাতে অধ্যক্ষ ও শিক্ষিকা উদ্ধার

পাবনা প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১৫:০৯ ১২ জুলাই ২০১৯   আপডেট: ১৭:৫৪ ১২ জুলাই ২০১৯

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

পাবনা টিটি কলেজের অধ্যক্ষ সুজাউদৌলা ও পাবনা বিএড কলেজের এক প্রশিক্ষণার্থী শিক্ষিকাকে উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাতে টিটি কলেজের গেস্টরুম থেকে তাদের উদ্ধার করা হয়। 

পাবনা সদর থানার ওসি (তদন্ত) আসাদুজ্জমান জানান, টিটিসি’র অধ্যক্ষকে গেস্টরুমে এক নারী প্রশিক্ষনার্থীসহ আটকে রেখেছেন স্থানীয়রা। এ খবর পেয়ে অবরুদ্ধ অধ্যক্ষ ও তরুণী শিক্ষিকাকে উদ্ধার করে হেফাজতে নেয়া হয়েছে।

পাবনা সদর থানার ওসি ওবাইদুল হক জানান, অধ্যক্ষ ও প্রশিক্ষণার্থী শিক্ষিকাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তারা দুজন গেস্টরুমে বসে গল্প করছিলেন। এ সময় হঠাৎ কয়েকজন যুবক তাদের কক্ষে তালা মেরে হট্টগোল শুরু করে থানায় খবর দেন বলে তাদের দাবি। এছাড়া নিজেদের নির্দোষ বলে দাবি করেছেন তারা।

ওসি আরো জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তারা নির্দোষ হলে সসম্মানে ছেড়ে দেয়া হবে। তবে দোষী হলে আইনি ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি বাংলাদেশ/এমকেএ