Alexa মদ্যপ বাবা হোঁচট খেলেন : প্রাণ গেল শিশুর

ঢাকা, মঙ্গলবার   ১২ নভেম্বর ২০১৯,   কার্তিক ২৭ ১৪২৬,   ১৪ রবিউল আউয়াল ১৪৪১

Akash

মদ্যপ বাবা হোঁচট খেলেন : প্রাণ গেল শিশুর

 প্রকাশিত: ০৮:৫৬ ২ জুন ২০১৭  

ভারতের মহারাষ্ট্র রাজ্যের বিরার এলাকার বাসিন্দা নীলেশ সাতভী (৩০) একটি বিয়ের অনুষ্ঠান শেষে স্ত্রী ও সন্তানদের নিয়ে সেতু ধরে বাড়ি ফিরছিলেন।তাঁর কোলে ছিল চার বছরের মেয়ে গৌরী। কিছুটা দূরে ছিলেন তাঁর স্ত্রী। বিয়েতে অতিরিক্ত মদ পান করায় হাঁটার সময় দুলছিলেন নীলেশ। সেই অবস্থাতেই হঠাৎ হোঁচট খান তিনি। এতে তাঁর হাত ফসকে সেতুর ২০ ফুট নিচে পড়ে যায় মেয়েশিশুটি। পড়ে যান নীলেশও। এতে আহত হন নীলেশ। আর মৃত্যু হয় অবুঝ শিশুটির। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, দুর্ঘটনার পর নীলেশের স্ত্রীর চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসেন। পরে তাঁদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে মর্মান্তিক এই ঘটনা ঘটে। মামলার তদন্তকারী বিরার থানার কর্মকর্তা এস বি ধোনি এ বিষয়ে বলেন, ‘নীলেশের হাত থেকে শিশুটি পড়ে গেলে পাথরে আঘাত পায়। এতে শিশুটি মাথায় গুরুতর আঘাত পায় ও তার বুকের হাড় ভেঙে যায়। এ সময় তার কান ও নাক থেকে প্রচুর রক্তক্ষরণ হয়। এতে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।’ ডেইলি বাংলাদেশ/আইজেকে