Alexa মঠবাড়িয়ায় ডেঙ্গু প্রতিরোধে অভিযান

ঢাকা, শুক্রবার   ২১ ফেব্রুয়ারি ২০২০,   ফাল্গুন ৮ ১৪২৬,   ২৬ জমাদিউস সানি ১৪৪১

Akash

মঠবাড়িয়ায় ডেঙ্গু প্রতিরোধে অভিযান

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১২:৫৭ ৭ আগস্ট ২০১৯  

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

`নিজ আঙিনা পরিষ্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি’ স্লোগানে পিরোজপুরের মঠবাড়িয়ায় ডেঙ্গু প্রতিরোধে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান হয়েছে।

বুধবার সকালে দেশব্যাপী মশক নিধন, পরিচ্ছন্নতা ক্রাশ প্রোগ্রাম ও জনসচেতনতা বাড়াতে উপজেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মসূচিগুলো পালন হয়।

উপজেলা পৌর শহরে কেএম লতীফ ইনস্টিটিউশন, উদয়ন মাধ্যমিক বিদ্যালয় ও সরকারি হাতেম আলী বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীরা সড়কে র‌্যালি করে। এরপর মানুষের মাঝে জনসচেতনতামূলক প্রচারপত্র বিলি করেন তারা।

র‌্যালি শেষে সরকারি হাতেম আলী বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে ও ৫৬নং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মশা নিধন ওষুধ প্রয়োগ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ইউএনও জি এম সরফরাজ, পৌর সচিব হারুন আর রশিদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শাজাহান আলী শেখ, প্রধান শিক্ষক রুহুল আমীন, মোস্তাফিজুর রহমান, মো. নাছির উদ্দিন, মাইনুল ইসলামসহ শিক্ষক শিক্ষার্থীরা।

ডেইলি বাংলাদেশ/এমকেএ