Alexa মঙ্গলের মাটিতে আশ্চর্য মূর্তি, ভিনগ্রহীরা কী কাছেই?

ঢাকা, মঙ্গলবার   ২০ আগস্ট ২০১৯,   ভাদ্র ৬ ১৪২৬,   ১৯ জ্বিলহজ্জ ১৪৪০

Akash

মঙ্গলের মাটিতে আশ্চর্য মূর্তি, ভিনগ্রহীরা কী কাছেই?

নিউজ ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১৯:৫২ ১৩ আগস্ট ২০১৯  

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

স্কট সি ওয়ার্নিং। একজন মহাকাশ গবেষক। সম্প্রতি হইচই ফেলে দিয়েছেন বিস্ময়কর তথ্য দিয়ে। তার দাবি নাসা’র  এক ছবিতেই মঙ্গলে ভিনগ্রহীদের মূর্তির সন্ধান মিলেছে।

নিজের ইউটিউব ভিডিওতে এবং ওয়েবসাইটে ওই মূর্তি সম্পর্কে এমন দাবি করেছেন তিনি। তার পোস্ট, 'ওই ভিনগ্রহী মূর্তিই শতভাগ এলিয়েন অস্তিত্বের প্রমাণ দিচ্ছে। মূর্তিতে পা, কোমর, কাঁধ, ঘাড় বোঝা যাচ্ছে। রয়েছে বর্ধিত খুলিও। এর থেকে ভিনগ্রহীরা যে একসময়ে সেখানে থেকেছে, তা বোঝা যায়। খুলির আকৃতিও বলছে ওরা কতটা লম্বা ছিল।' 

এই দাবি সম্পর্কে কী বলছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা? ওয়ার্নিংয়ের অভিযোগ, গোটা বিষয় ধামাচাপা দেয়ার চেষ্টা করছে নাসা। মার্কিন বিজ্ঞানীদের বিরুদ্ধে তোপ দেগে তাকে নাসা’র 'দায়িত্ব' দেয়ার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছেও আবেদন করেছেন ওয়ার্নিং।

ডেইলি বাংলাদেশ/জেএইচ

Best Electronics
Best Electronics