Alexa মক্কায় জমি পাচ্ছেন সালাহ

ঢাকা, শুক্রবার   ২৩ আগস্ট ২০১৯,   ভাদ্র ৮ ১৪২৬,   ২১ জ্বিলহজ্জ ১৪৪০

Akash

মক্কায় জমি পাচ্ছেন সালাহ

 প্রকাশিত: ১২:৪২ ২৭ এপ্রিল ২০১৮   আপডেট: ১২:৪২ ২৭ এপ্রিল ২০১৮

ফাইল ছবি

ফাইল ছবি

টানা তিন বছর প্রিমিয়ার লিগের বর্ষসেরার পুরস্কার জেতার পাশাপাশি লিভারপুলের হয়ে প্রথম মৌসুমেই ফুটবল দুনিয়ায় বেশ আলো ছড়িয়েছেন মিশরীয় তারকা মোহাম্মদ সালাহ। বিশ্বের একজন সফল মুসলিম ফুটবলার হলেন তিনি। যার কারণে পবিত্র ভূমি মক্কায় জমি পাচ্ছেন সালাহ অথবা তার নামে একটি মসজিদও বানানো হতে পারে মক্কায়।

সৌদি সংবাদপত্র সাবাকের একটি প্রতিবেদন অনুযায়ী, মক্কা ফাহাদ আল-রওকি ডেপুটি মেয়র ঘোষণা করেছেন যে লিভারপুল তারকা সালাহকে পবিত্র শহরটিতে একটি ভূমি দিয়ে পুরস্কৃত হবে। সাবাককে তিনি বলেন,‘সৌদি রাষ্ট্র যদি সালাহ এর মালিকানা লাভ করতে সক্ষম হয়, তবে তাকে পবিত্র মক্কাতে হারামের বাইরে একটি পবিত্র ভূমি দেওয়া হবে। আর যদি সেটি সম্ভব না হয় তাহলে অন্য একটি বিকল্প জমির উপর তার নামের একটি মসজিদ নির্মিত হবে।’

মিশরীয় এই মুসলিম ফুটবলারের প্রশংসা করে ফাহাদ আল-রওকি আরো বলেন,‘উপহারটি মিশরীয় তারকাকে তার মহান নৈতিকতা ও উদার চরিত্রের জন্য শ্রদ্ধা জানাতে দেওয়া হবে। মোহামেদ সালাহ যুক্তরাজ্যে ইসলামের একজন অসাধারণ দূত। তার জন্য আমাদের এই অবস্থান তরুণ প্রতিভাদের এগিয়ে আসার ক্ষেত্রে অনুপ্রেরণা সৃষ্টি করবে।তার সম্পর্কে গর্বিত আমরা সবাই।’

ডেইলি বাংলাদেশ/টিআরএইচ

Best Electronics
Best Electronics