Alexa ভোলায় ১০০মণ মাছ আটক

ঢাকা, বৃহস্পতিবার   ১৭ অক্টোবর ২০১৯,   কার্তিক ২ ১৪২৬,   ১৮ সফর ১৪৪১

Akash

ভোলায় ১০০মণ মাছ আটক

ভোলা প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ০০:৪১ ১৩ মার্চ ২০১৯  

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

ভোলার ইলিশা লঞ্চঘাট অভিযান চালিয়ে ১০০ মণ আটক করেছে কোস্ট গার্ড। মঙ্গলবার সন্ধ্যায় কোস্ট গার্ডের অপারেশন অফিসার মো. আলমগীর হোসেনের নেতৃত্বে কোস্ট গার্ডের একটি টিম এ মাছ আটক করে।

মো. আলমগীর হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ডের একটি টিম নিয়ে সন্ধ্যায় ঢাকাগামী ফারহান-৩ লঞ্চে অভিযান চালায়। এসময় সেখান থেকে অবৈধ ১০০ মণ মাছ আটক করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় ৩০ লাখ টাকা। আটক মাছ কোস্ট গার্ড দক্ষিণ জোন অফিসে আনা হয়েছে। সব ধরনের মাছ শিকারে নিষেধাজ্ঞার সময়ে মেঘনা-তেঁতুলিয়ায় কোস্ট গার্ড দক্ষিণ জোন এর অভিযান অব্যাহত থাকবে।

ডেইলি বাংলাদেশ/জেএইচ