Alexa ভোলায় ট্যাংকার চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

ঢাকা, মঙ্গলবার   ১৮ ফেব্রুয়ারি ২০২০,   ফাল্গুন ৫ ১৪২৬,   ২৩ জমাদিউস সানি ১৪৪১

Akash

ভোলায় ট্যাংকার চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ০৪:০৬ ১৩ জুন ২০১৯  

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

ভোলার বোরহানউদ্দিনে তেলবোঝাই ট্যাংকারের চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

বুধবার সন্ধ্যায় উপজেলার বোরহানগঞ্জ বাজারের পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত শফিজল ইসলাম উপজেলার পক্ষিয়া ইউপির আব্দুল হকের ছেলে। তিনি সৌদি আরব প্রবাসী।

বোরহানউদ্দিন থানার ওসি মো. এনামুল হক জনান, ঈদের ছুটিতে দেশে আসেন শফিজল। তিনি বাড়ি থেকে মোটরসাইকেল করে বোরহাউদ্দিনে যাচ্ছিলেন। এ সময় ঘটনস্থলে এলে বিপরীত থেকে আসা তেলবোঝাই ট্যাংকার মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তিনি আরো বলেন, ঘটনাস্থল থেকে তেলের ট্যাংকারটি আটক করা গেলেও চালক পালিয়ে গেছে।

ডেইলি বাংলাদেশ/এমকেএ