Alexa ভোলায় জলদস্যুদের ধাওয়া খেয়ে শ্রমিকের মৃত্যু

ঢাকা, শুক্রবার   ০৬ ডিসেম্বর ২০১৯,   অগ্রহায়ণ ২২ ১৪২৬,   ০৯ রবিউস সানি ১৪৪১

ভোলায় জলদস্যুদের ধাওয়া খেয়ে শ্রমিকের মৃত্যু

ভোলা প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ০১:০৪ ১৫ নভেম্বর ২০১৯  

ফাইল ছবি

ফাইল ছবি

ভোলার মেঘনায় জলদস্যুদের ধাওয়া খেয়ে ডালিম নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অপহৃত হয়েছে জাফর নামে আরো একজন। তাদের বৃহস্পতিবার সন্ধ্যায় উদ্ধার করা হয়েছে। এর আগে ভোরে মেঘনার ভোলার খাল পয়েন্টে এ ঘটনা ঘটে।

ভোলা ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ রতন শীল জানান, সিলেট থেকে একটি বালুবোঝাই কার্গো চট্রগ্রামের দিকে যাচ্ছিল। ভোর ৪টার দিকে একটি জলদস্যু বাহিনী ভোলার খাল পয়েন্টে এসে কার্গোটি ডাকাতির চেষ্টা করে। এ সময় দস্যুদের ধাওয়া খেয়ে এক শ্রমিক ইঞ্জিন রুমে অবস্থান নেয়ার পর মৃত্যু হয়। পরে কার্গোর মালিক জাফরকে অপহরণ করে নিয়ে যায় দস্যুরা। সন্ধ্যার দিকে তাদের মুক্তিপণ দিয়ে তাকে উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, এ ঘটনায় এক বিকাশের এজেন্টকে আটক করা হয়েছে। নিহতের লাশ পুলিশি হেফাজতে রয়েছে। পুলিশ পুরো বিষয়টি তদন্ত করছে। নিহতের বাড়ি বরগুনা জেলায়।

ডেইলি বাংলাদেশ/আরএম