Alexa ভোলায় অটোর ধাক্কায় স্কুলছাত্রী নিহত

ঢাকা, রোববার   ০৮ ডিসেম্বর ২০১৯,   অগ্রহায়ণ ২৪ ১৪২৬,   ১১ রবিউস সানি ১৪৪১

ভোলায় অটোর ধাক্কায় স্কুলছাত্রী নিহত

ভোলা প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ০৩:৪৫ ১৪ অক্টোবর ২০১৯  

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

ভোলায় ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় তুহা নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। রোববার বিকেলে জেলা সদরের রতনপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত তুহা উপজেলার শিবপুর ইউপির স্বপনের মেয়ে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল।

ভোলা সদর মডেল থানার এসআই মোশারেফ হোসেন জানান, রতনপুর সড়ক পার হওয়ার সময় তোহাকে একটি অটোরিকশা ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। খবর পেয়ে শিশুটির মরদেহ উদ্ধার করে ওই হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ঘাতক চালককে আটকের চেষ্টা চলছে।

ডেইলি বাংলাদেশ/এমকেএ