Alexa ভোলাগঞ্জে একইদিনে দুই পর্যটকের মরদেহ উদ্ধার

ঢাকা, শনিবার   ০৭ ডিসেম্বর ২০১৯,   অগ্রহায়ণ ২৩ ১৪২৬,   ১০ রবিউস সানি ১৪৪১

ভোলাগঞ্জে একইদিনে দুই পর্যটকের মরদেহ উদ্ধার

কোম্পানীগঞ্জ (সিলেট) প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ২১:২৫ ২১ সেপ্টেম্বর ২০১৯  

নিহত ইমনুর রহমান

নিহত ইমনুর রহমান

সিলেটের কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জের সাদাপাথর পর্যটন স্পট থেকে একইদিনে দুই পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। 

নিহতরা হলেন- রাজধানীর মিরপুর-১৪ এর কচুক্ষেতের ছালেকুর রহমানের ছেলে ইমনুর রহমান। নিহত অপরজনের নাম হাফিজুর রহমান। 

কোম্পানীগঞ্জ থানার ওসি তাজুল ইসলাম পিপিএম বলেন, শনিবার ঢাকার চকবাজার থেকে ভোলাগঞ্জ সাদাপাথরে বেড়াতে আসেন তিন ছেলে ও তিন মেয়ে। দুপুরে ২টা ৩০ মিনিটে সাঁতার কাটতে নদীতে নামেন তারা। এ সময় নদীর প্রবল স্রোতে পানিতে তলিয়ে যান ইমনুর। স্থানীয়রা প্রায় তিন ঘন্টা খোঁজাখুঁজির পর বিকেল ৫টা ২০মিনিটে তার মৃতদেহ উদ্ধার করে।

ওসি আরো বলেন, ২০ সেপ্টেম্বর হাফিজুর রহমান মাদরাসার সহপাঠীদের সঙ্গে সাদাপাথরে বেড়াতে আসেন। শুক্রবার বিকেলে ফেরার সময় তিনি নিখোঁজ হন। শনিবার সকালে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। 

ওসি বলেন, পর্যটকরা সচেতন না হলে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। 

ডেইলি বাংলাদেশ/এমকেএ