Alexa বাংলাদেশ অতিক্রমের সময় সাইক্লোনে রূপ নিতে পারে বুলবুল

ঢাকা, বৃহস্পতিবার   ১৪ নভেম্বর ২০১৯,   কার্তিক ২৯ ১৪২৬,   ১৬ রবিউল আউয়াল ১৪৪১

Akash

বাংলাদেশ অতিক্রমের সময় সাইক্লোনে রূপ নিতে পারে বুলবুল

নিজস্ব প্রতিবেদক ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ০৩:২৭ ১০ নভেম্বর ২০১৯   আপডেট: ০৯:২৩ ১০ নভেম্বর ২০১৯

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

দুর্বল হয়ে ঘূর্ণিঝড় বুলবুল উপকূলীয় সুন্দরবন অংশে অবস্থান করছে। আর এটি বাংলাদেশ সীমানা অতিক্রম করার সময় সাইক্লোনে রূপান্তরিত হবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

শনিবার দিবাগত রাতে আবহাওয়া অধিদফতর থেকে বলা হয়, প্রবল এ ঘূর্ণিঝড়ের প্রভাবে এর কেন্দ্রে সাগর উত্তাল অবস্থায় আছে। বাংলাদেশ সীমানা অতিক্রম করার সময় বুলবুল সাইক্লোনে রূপান্তরিত হতে পারে। এ সময় বাতাসের গতি বেগ থাকবে ৬০ থেকে ৮০ কি.মি.।

এর আগে আবহাওয়া অধিদফতর জানায়, শনিবার রাত ৯টায় পশ্চিমবঙ্গ ও খুলনা উপকূলে আঘাত করে ঘূর্ণিঝড়টি। পরে ১০০ থেকে ১২০ কিলোমিটার গতিতে সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দুবলার চরে প্রথম আঘাত হানে এ ঘূর্ণিঝড়।

এদিকে ঘূর্ণিঝড়ের কারণে মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ১০ নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উপকূলীয় জেলা ভোলা, বরগুনা, পটুয়াখালী, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা ও এর অদূরবর্তী দ্বীপ ও চরগুলো ১০ নম্বর মহাবিপদ সংকেতের আওতায় থাকবে।

চট্টগ্রাম সমুদ্র বন্দরকে ৯ নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উপকূলীয় জেলা চট্টগ্রাম, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চাঁদপুর ও তার অদূরবর্তী দ্বীপ ও চরগুলোকে ৯ নম্বর মহাবিপদ সংকেতের আওতায় থাকবে। কক্সবাজার উপকূলকে ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়।

ডেইলি বাংলাদেশ/আরএইচ