ভোটারদের আন্তরিক ধন্যবাদঃ ভিসি
প্রকাশিত: ১৬:২০ ১১ মার্চ ২০১৯

ফাইল ফটো
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন ও হল সংসদ নির্বাচন সুষ্ঠু হয়েছে দাবি করে শিক্ষার্থীদের ধন্যবাদ জানিয়েছেন ভিসি অধ্যাপক মো. আখতারুজ্জামান। দুপুরে সাংবাদিকদের এক ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।
এসময় তিনি ভোটারদের প্রশংসা করে বলেন, তারা অত্যন্ত সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে উৎসবমুখর গণতান্ত্রিক রীতিনীতি মেনে ভোট দিয়েছে।
তবে, বিভিন্ন হলে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে ও অভিযোগ উঠেছে তা নিয়ে দুঃখ প্রকাশ করেন।
এ বিষয়ে তিনি বলেন, অনিয়মের সঙ্গে সঙ্গে প্রাধ্যক্ষকে অব্যহতি দিয়েছি। এ নিয়ে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা গ্রহণ করব।
এদিকে নির্বাচনে নানা অনিয়মের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করে বর্জনের ঘোষণা দিয়েছেন ছাত্রলীগ ব্যতীত অন্যান্য ছাত্রসংগঠনগুলো। এরইমধ্যে তারা বিভিন্ন দাবি নিয়ে ভিসি কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করছে। নিরাপত্তার স্বার্থে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে ক্যাম্পাসে।
ডেইলি বাংলাদেশ/এমএইচ