Alexa ভৈরব-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

ঢাকা, সোমবার   ১৬ ডিসেম্বর ২০১৯,   পৌষ ২ ১৪২৬,   ১৯ রবিউস সানি ১৪৪১

ভৈরব-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি  ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ২০:৪৩ ২১ নভেম্বর ২০১৯  

ফাইল ছবি

ফাইল ছবি

কিশোরগঞ্জের ভৈরব-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। জেলার ভৈররেব রেল স্টেশনের আউটার সিগন্যালের কাছে ট্রেনের লাইনচ্যুতির পাঁচ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এর আগে বৃহস্পতিবার দুপুরে চট্রগ্রামগামী নাসিরাবাদ মেইল ট্রেনের শেষের বগি লাইনচ্যুত হয়। 

বিষয়টি নিশ্চিত করে ভৈরব রেলওয়ে থানার ওসি ফেরদৌস আলম বিশ্বাস বলেন, লাইনচ্যুতির পর ভৈরব-ময়মনসিংহ ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে। এতে চট্টগ্রাম থেকে আসা ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেস ট্রেনটি ভৈরব স্টেশন ও কিশোরগঞ্জ থেকে আসা ঢাকাগামী এগারসিন্ধু ট্রেনটি কুলিয়ারচর স্টেশনে আটকা পড়ে।

একই সঙ্গে ঢাকা থেকে আসা কিশোরগামী এক্সপ্রেস ট্রেন দৌলতকান্দি স্টেশনে আটকা পড়ে। ফলে শত শত যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন। তবে বিকেল সাড়ে ৪ টায় উদ্ধারকারী ট্রেন ঘট্নাস্থলে পৌঁছে। ঘটনার পাঁচ ঘণ্টা পর লাইনচ্যুত বগিটি উদ্ধার হলে ভৈরব-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

ডেইলি বাংলাদেশ/এমকেএ