Alexa ভেনিসে সেই বাবার জানাজায় মানুষের ঢল

ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০১৯,   অগ্রহায়ণ ৭ ১৪২৬,   ২৪ রবিউল আউয়াল ১৪৪১

Akash

ভেনিসে সেই বাবার জানাজায় মানুষের ঢল

ইসমাইল হোসেন স্বপন, ইতালি প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১৩:৩৮ ১৪ অক্টোবর ২০১৯   আপডেট: ১৩:৩৯ ১৪ অক্টোবর ২০১৯

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

ইতালির ভেনিসের কেন্দ্রীয় জামে মসজিদের ঈমাম মাওলানা নুর উদ্দিনের জানাজা সম্পন্ন হয়েছে। হাজারো মানুষের উপস্থিতে গতকাল রোববার তার জানাজা সম্পন্ন হয়। 

ইতালির ভেনিসের মেত্রের পুরাতন মসজিদ চত্বরের জানাজায় প্রবাসী বাংলাদেশিরা ছাড়াও বিভিন্ন দেশের মুসলমানরা অংশ নেন। মাওলানা নুর উদ্দিন দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত হয়ে মেত্রের পলি ক্লিনিক হাসপাতালে ভর্তি ছিলেন।

গত ৭ অক্টোবর দুপুরে তিনি ওই হাসপাতালে মারা যান। তার বয়স হয়েছিল ৪১ বছর। 

এ দিকে সিলেট জেলার নুর উদ্দিনের মৃত্যুর কয়েক মিনিট পরই কন্যা সন্তানের বাবা হন। মৃত্যুর সময় স্ত্রী, এক ছেলে, এক কন্যা ও মা-সহ আত্মীয় স্বজন রেখে গেছেন। নুর উদ্দিনের মৃত্যুতে ভেনিসবাসীর মধ্যে নেমে আসে শোকের ছায়া।

ডেইলি বাংলাদেশ/এমআরকে