Alexa ভেনিজুয়েলায় সেনা-অবৈধ খনি শ্রমিকদের সংঘর্ষ, নিহত ১৮

ঢাকা, মঙ্গলবার   ১৫ অক্টোবর ২০১৯,   আশ্বিন ৩০ ১৪২৬,   ১৫ সফর ১৪৪১

Akash

ভেনিজুয়েলায় সেনা-অবৈধ খনি শ্রমিকদের সংঘর্ষ, নিহত ১৮

 প্রকাশিত: ১২:২৬ ১২ ফেব্রুয়ারি ২০১৮  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ভেনিজুয়েলায় সেনা সদস্য ও অবৈধ খনি শ্রমিকদের মধ্যে সংঘর্ষে অন্তত ১৮ জন নিহত হয়েছে। শনিবার দেশটির দক্ষিণাঞ্চলে এ ঘটনা ঘটে। স্থানীয় এক এমপির বরাত দিয়ে এ খবর জানিয়েছে রয়টার্স।

বলিভার রাজ্যের গভর্নর জাস্টো নগুয়েরা সাংবাদিকদের বলেছেন, সামরিক বাহিনীর একটি ইউনিট এই অভিযানে অংশ নেয়। বিষয়টি তদন্ত করা হচ্ছে। তবে এ ব্যাপারে বিস্তারিত কিছু জানাননি তিনি।

স্থানীয় এমপি আমেরিকো ডি গ্রাজিয়া বলেছেন, নিহতদের মাথায় গুলি করা হয়েছে। এটি একনায়কতন্ত্রের নিকৃষ্ট উদাহরণ। তবে এ ব্যাপারে সরকারি কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হলেও কোনো মন্তব্য পাওয়া যায়নি।

প্রসঙ্গত, ভেনিজুয়েলার দক্ষিণাঞ্চলে গায়ানা সীমান্তে অবৈধ খনি শ্রমিকদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ প্রায়ই ঘটে। ২০১৬ সালে এক সংঘর্ষে প্রায় ১৬ জন নিহত হয়।

ওই বছর দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো স্বর্ণ ও হীরা খনি অধ্যুষিত ওই অঞ্চলের ওপর কৌশলগত কারণে গুরুত্বারোপ করেন এবং অবৈধ খনি শ্রমিকদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন।

স্থানীয় গণমাধ্যমে বলা হয়েছে, শনিবারের সংঘর্ষের পর সেনাবাহিনী অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করেছে।

ডেইলি বাংলাদেশ/এমআরকে