Alexa ভেঙে গেল দিশা-টাইগারের প্রেমের সম্পর্ক!

ঢাকা, মঙ্গলবার   ২৩ জুলাই ২০১৯,   শ্রাবণ ৯ ১৪২৬,   ২০ জ্বিলকদ ১৪৪০

ভেঙে গেল দিশা-টাইগারের প্রেমের সম্পর্ক!

বিনোদন ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ০৯:২৯ ২৬ জুন ২০১৯  

দিশা পাটানি এবং টাইগার শ্রফ

দিশা পাটানি এবং টাইগার শ্রফ

ভেঙে গেল টাইগার শ্রফ ও দিশা পাটানির সম্পর্ক। বলিউডে কান পাতলে আপাতত এমনটাই শোনা যাচ্ছে। তবে ঠিক কী কারনে সম্পর্ক ভেঙে গেছে সেটা এখনো জানা যায় নি। এছাড়া, দুজনে সম্পর্ক ভাঙার সিদ্ধান্ত নিলেও বন্ধু থাকবেন বলে জানিয়েছেন তারা।

টাইগার ও দিশার সম্পর্ক বেশ কিছু দিন ধরেই খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিল। কী কারণে তাদের মধ্যে মতান্তর হচ্ছিল তা স্পষ্ট নয়। কেউ কেউ বলছেন, শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরের ছেলে আদিত্য ও দিশার বন্ধুত্বই টাইগারের সঙ্গে সম্পর্ক ভাঙার অন্যতম কারণ। একাধিক বার আধিত্য ও দিশাকে একসঙ্গে দেখা গিয়েছে। তবে দিশা ও টাইগার দুজনের ঘনিষ্ঠ মহল ভারতীয় গণমাধ্যমকে জানিয়েছে এটি সঠিক কারণ নয়।

দু’জনের বন্ধু হন এমন এক জনই বলেছেন, অনেক দিন ধরে ওদের মধ্যে বনিবনা হচ্ছে না। দু’জনের সম্মতিতেই কয়েক সপ্তাহ আগে ব্রেকআপ হয়েছে। কয়েক সপ্তাহ আগেই বিচ্ছেদের সিদ্ধান্ত নেন টাইগার ও দিশা। তার পরেও তাদের একাধিকবার একসঙ্গে দেখা গিয়েছে। ফলে ভবিষ্যতে তারা যে বন্ধু থাকতেই চান সেটাই স্পষ্ট।

শুরু থেকে কখনোই নিজেদের সম্পর্কের কথা প্রকাশ্যে স্বীকার করেননি দিশা বা টাইগার। একাধিক অনুষ্ঠানে, রেস্তরাঁয় প্রায়ই তাদের একসঙ্গে দেখা যেত। কিন্তু যখনই সম্পর্ক নিয়ে কিছু প্রশ্ন করা হত দুজনেই তা এড়িয়ে যেতেন। কিন্তু এ বার তাদের পাকাপাকি বিচ্ছেদের খবর প্রকাশ্যে এল।

ডেইলি বাংলাদেশ/টিএএস