Alexa ভূমধ্যসাগরে নৌকাডুবি: দেশে ফিরলেন আরো তিনজন

ঢাকা, বুধবার   ১৬ অক্টোবর ২০১৯,   কার্তিক ১ ১৪২৬,   ১৬ সফর ১৪৪১

Akash

ভূমধ্যসাগরে নৌকাডুবি: দেশে ফিরলেন আরো তিনজন

কিশোরগঞ্জ প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১৪:৫৪ ২৪ মে ২০১৯   আপডেট: ১৪:৫৭ ২৪ মে ২০১৯

ফাইল ছবি

ফাইল ছবি

ভূমধ্যসাগরে তিউনিসিয়া উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবির ঘটনায় বেঁচে যাওয়া আরো তিন বাংলাদেশি দেখে ফিরেছেন। শুক্রবার ভোরে টার্কিশ এয়ারলাইন্সের টিকে-৭১২ ফ্লাইটযোগে তারা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

ওই তিন বাংলাদেশি হলেন- কিশোরগঞ্জের বাহাদুর ও সিলেটের মাহফুজ আহমেদ ও বিল্লাল আহমেদ।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবাসীকল্যাণ ডেস্ক সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। 

গত ১০ মে ভূমধ্যসাগরে তিউনিশিয়া উপকূলে শরণার্থী বোঝাই একটি নৌকাডুবিতে ৬০ জনের বেশি মানুষ নিহত হয়। নিহতের ২৭ বাংলাদেশির পরিচয় নিশ্চিত হয়েছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। এছাড়া অনেকের খোঁজ মিলছে না এখনো।

নৌকাডুবির ওই ঘটনায় বেশ কয়েকজন বাংলাদেশি নাগরিককে উদ্ধার করে স্থানীয় কর্তৃপক্ষ। উদ্ধারের পরপরই তাদের আশ্রয় হয় তিউনিসিয়ার উপকূলীয় শহর জার্জিসে। বাংলাদেশ সরকারের তৎপরতায় প্রাণে বেঁচে যাওয়া ১৫ বাংলাদেশি গত মঙ্গলবার দেশে ফেরেন। আজ আরো তিন বাংলাদেশি দেশে ফিরলেন। জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইএমও) তত্ত্বাবধানে ও রেড ক্রিসেন্টের সহযোগিতায় দেশে ফিরেন তারা।

ডেইলি বাংলাদেশ/আরএম