Alexa ভূঞাপু‌রে পা‌নিব‌ন্দী তিন গ্রা‌মের মানুষ

ঢাকা, সোমবার   ১৯ আগস্ট ২০১৯,   ভাদ্র ৪ ১৪২৬,   ১৭ জ্বিলহজ্জ ১৪৪০

Akash

ভূঞাপু‌রে পা‌নিব‌ন্দী তিন গ্রা‌মের মানুষ

টাঙ্গাইল প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১৭:২৪ ১৬ জুলাই ২০১৯  

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

টাঙ্গাই‌লের ভূঞাপু‌রে যমুনা নদীর পা‌নি বৃ‌দ্ধি হওয়ায় লোকা‌ল‌য়ে পা‌নি ঢু‌কে পড়েছে। এতে পা‌নিব‌ন্দি হ‌য়ে প‌ড়ে‌ছে তিন গ্রা‌মের মানুষ।

স্থানীয়রা জানান, মঙ্গলবার উপ‌জেলার গো‌বিন্দাসী ইউপির কষ্টাপাড়া, খানুরবা‌ড়ি ও ভ‌ালকু‌টিয়া গ্রা‌মে যমুনার পা‌নি প্র‌বেশ ক‌রেছে। বর্তমানে যমুনার পা‌নি বিপদসীমার ৪২ সে‌ন্টি‌মিটার ও ধ‌লেশ্বরী নদীর পা‌নি ৬৬ সে‌ন্টি‌মিটার ওপ‌র দি‌য়ে প্রবা‌হিত হ‌চ্ছে।

এতে রাস্তায় পা‌নি উঠে গি‌য়ে মানু‌ষের ভোগা‌ন্তি বে‌ড়েছে। বা‌ড়ি ও ঘ‌রে পা‌নি প্র‌বেশ, টিউবও‌য়েল তলি‌য়ে গে‌ছে। বিশুদ্ধ খাবার পা‌নির সংকট দেখা দি‌য়ে‌ছে। স‌রেজ‌মি‌নে এমন চিত্র দেখা গে‌ছে। এর আগে যমুনা নদীর ব্যাপক ভাঙ‌নে ওই তিন গ্রা‌মে তিন শতা‌ধিক ঘরবা‌ড়ি নদী‌তে বিলীন হ‌য়ে গে‌ছে। 

ছবি: ডেইলি বাংলাদেশউপ‌জেলার কষ্টাপাড়া ও খানুরবা‌ড়ি এলাকায় যমুনা নদীর পা‌নি সোমবার রাত থে‌কে গ্রা‌মগু‌লো‌তে প্র‌বেশ ক‌রে। এতে পা‌নি বৃ‌দ্ধি পে‌য়ে তিন গ্রা‌মে প্র‌বেশ ক‌রে মানুষ পা‌নিব‌ন্দী হ‌য়ে প‌ড়ে।

বন্যাকব‌লিত মানুষরা জানান, হঠাৎ ক‌রেই গ্রা‌মে পানি প্র‌বেশ ক‌রে‌ছে। এতে ঘ‌রের জি‌নিসপত্র পা‌নি‌তে ভি‌জে নষ্ট হ‌য়ে গে‌ছে। বা‌ড়ি টিউবও‌য়েল পা‌নি‌তে ত‌লি‌য়ে গে‌ছে। এতে বিশুদ্ধ খাবার পা‌নির সংকট দেখা দি‌য়ে‌ছে।

টাঙ্গাইলের পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সিরাজুল ইসলাম বলেন, নদীগুলোতে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। সোমবারের চেয়ে মঙ্গলবার সব নদীতে আরো বেশি পানি বৃদ্ধি পেয়েছে। আগামী ২৪ ঘণ্টায় নদীগুলোতে আরো পানি বৃদ্ধি পাওয়ার সম্ভবনা রয়েছে। নদী ভাঙন কবলিত এলাকাগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ স্থানে ভাঙন রোধে আমরা কাজ করছি এবং কাজ চলমান রয়েছে। 

ডেইলি বাংলাদেশ/আরএম

 

Best Electronics
Best Electronics

শিরোনাম

শিরোনামকুমিল্লার বাগমারায় বাস-অটোরিকশা সংঘর্ষে নারীসহ নিহত ৭ শিরোনামবন্যায় কৃষিখাতে ২শ’ কোটি টাকার বেশি ক্ষতি হবে না: কৃষিমন্ত্রী শিরোনামচামড়ার অস্বাভাবিক দরপতনের তদন্ত চেয়ে করা রিট শুনানিতে হাইকোর্টের দুই বেঞ্চের অপারগতা প্রকাশ শিরোনামচামড়া নিয়ে অস্থিতিশীল পরিস্থিতি সমাধানে বিকেলে সচিবালয়ে বৈঠক শিরোনামডেঙ্গু: গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১৭০৬ জন: স্বাস্থ্য অধিদফতর শিরোনামডেঙ্গু নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিবেদন দুপুরে আদালতে উপস্থাপন শিরোনামডেঙ্গু রোগীর সংখ্যা কমছে: সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক শিরোনামইন্দোনেশিয়ায় ফেরিতে আগুন, দুই শিশুসহ নিহত ৭ শিরোনামআফগানিস্তানে বিয়ের অনুষ্ঠানে বোমা হামলা, নিহত বেড়ে ৬৩