ভূঞাপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নয়জন কারাগারে
প্রকাশিত: ১৮:৪৪ ২৮ জানুয়ারি ২০২০

ছবি: ডেইলি বাংলাদেশ
টাঙ্গাইলের ভূঞাপুরে অবৈধভাবে বালু তোলার দায়ে একজনকে ১৫ দিন ও আট জুয়াড়িকে সাতদিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। পরে দণ্ডপ্রাপ্তদের টাঙ্গাইল কারাগারে পাঠিয়েছে পুলিশ।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন, উপজেলার অর্জুনা গ্রামের হাজী নূরুজ্জামানের ছেলে গিয়াস উদ্দিন, আব্দুল মজিদের ছেলে মুক্তার আলী, ওহাব তালুকদারের ছেলে শামীম তালুকদার, মোকাদ্দেস আলীর ছেলে মহির উদ্দিন, আব্দুল হাই এর ছেলে মোস্তাক, মোতাহার খানের ছেলে সুজন খান, মজনু শেখের ছেলে ঠান্ডু মিয়া ও খন্দকার আবু তালেবের ছেলে খন্দকার ইয়াছিন এবং অবৈধ বালু উত্তোলনের দায়ে উপজেলার মাটিকাটা গ্রামের আব্দুর রশিদের ছেলে রাসেল মিয়া।
মঙ্গলবার বেলা ১১টার দিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. আসলাম হোসাইন।
তিনি জানান, উপজেলার অর্জুনা গ্রামে অভিযান চালিয়ে জুয়া খেলার সময় আট জুয়াড়িকে আটক করা হয়। অন্যদিকে গোবিন্দাসী এলাকায় যমুনা নদী থেকে অবৈধভাবে বালু তোলার দায়ে রাসেল নামে একজনকে আটক করা হয়। পরে আটকদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে বিচারক বালু উত্তোলনকারীকে ১৫ দিন ও আট জুয়াড়িকে সাতদিনের কারাদণ্ড দেন।
ডেইলি বাংলাদেশ/আরএম