Alexa ভুঁড়িওয়ালা পুরুষদেরই বেশি পছন্দ নারীদের: গবেষণা

ঢাকা, শুক্রবার   ০৬ ডিসেম্বর ২০১৯,   অগ্রহায়ণ ২১ ১৪২৬,   ০৮ রবিউস সানি ১৪৪১

ভুঁড়িওয়ালা পুরুষদেরই বেশি পছন্দ নারীদের: গবেষণা

মজার খবর ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১২:১৫ ২০ নভেম্বর ২০১৯  

ফাইল ফটো

ফাইল ফটো

ভুঁড়ি আছে এমন পুরুষের প্রতিই ইদানীং বেশি আকৃষ্ট হচ্ছেন নারীরা। ইউনিভার্সিটি অব মিসৌরির এক গবেষণা জানা গেছে, সম্পর্ক স্থাপনের জন্য অল্প ভুঁড়িওয়ালা পুরুষকেই বেশি পছন্দ নারীদের। কেননা ভুঁড়িওয়ালা পুরুষকেই বেশি বিশ্বাসযোগ্য মনে করেন বেশিরভাগ নারী। খবর ইন্ডি হান্ড্রেড'র

প্রায় ৫০০ নারীর সাক্ষাতকার নিয়ে গবেষণাটি করা হয়। সেখানে বেশিরভাগ নারী সঙ্গী নির্বাচনের ক্ষেত্রে বেশি গ্রুমড বা সুঠাম চেহারা পুরুষের প্রতি অনীহা দেখা গেছে। তবে এর পেছনে বিবর্তন ও যুগেরও প্রভাব আছে বলে মনে করছেন বিজ্ঞানীরা। 

জানা গেছে, সাধারণ মানুষের ক্ষেত্রে পুরুষ সঙ্গী যদি খুব বেশি নিয়ম মেনে চলেন, তবে তার প্রভাব পড়ে সম্পর্কে। তাছাড়া অল্প স্থুল পুরুষ কাজের প্রতি বেশি মনোযোগী বলে মনে করেন নারীরা। 

গবেষণায় অংশ নেয়া নারীদের দাবি, এটা খাব না, সেটা খাব না, মোটা হয়ে যাব-এই ধরনের কথা বলা পুরুষের থেকে অল্প মোটা পুরুষই ভালো।

এছাড়াও অল্প ভুঁড়িওয়ালা পুরুষরা পরিবারকেও বেশি সময় দেন বলে মনে করা হয়। সেক্ষেত্রে সামাজিকভাবে বেশি নিরাপদবোধ করেন নারীরা।

ডেইলি বাংলাদেশ/টিআরএইচ