Alexa ভিপি নুরুর সঙ্গে কাজ করার ঘোষণা শোভনের

ঢাকা, বৃহস্পতিবার   ২০ ফেব্রুয়ারি ২০২০,   ফাল্গুন ৭ ১৪২৬,   ২৫ জমাদিউস সানি ১৪৪১

Akash

ভিপি নুরুর সঙ্গে কাজ করার ঘোষণা শোভনের

নিজস্ব প্রতিবেদক ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১৬:১৮ ১২ মার্চ ২০১৯   আপডেট: ১৬:২৭ ১২ মার্চ ২০১৯

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

ডাকসুর নবনির্বাচিত ভিপি নুরুল হক নুরের সঙ্গে কাজ করার ঘোষণা দিয়ে ছাত্র লীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন বলেছেন, পাঁচ মিনিটের মধ্যে ভিসির বাস ভবনের সামনে থেকে সবাইকে সরে যেতে হবে। তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, যার যার জায়গায় ফিরে যাও। নির্বাচন সুষ্ঠু ও সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। আমি ফলাফল মেনে নিয়েছি।

মঙ্গলবার বিকেল তিনটায় ঢাকা বিশ্ববিদ্যালয় ভিসির বাসভবনের সামনে এসে পুনঃনির্বাচনের দাবিতে বিক্ষোভকারী সমর্থকদের উদ্দেশ্যে তিনি এ সব কথা বলেন।

শোভন বলেন, আমি তোমাদের নির্দেশ দিচ্ছি পাঁচ মিনিটের মধ্যে তোমরা এই জায়গা ছেড়ে দেবে। আর যদি তা না যাও তাহলে তোমরা আমাকে মানো না।

তিনি বলেন, আমি বলছি, এই জায়গাটা ছেড়ে দেবে। তোমাদের কাছে আমাদের অনুরোধ, বিশ্ববিদ্যালয়ের পরিবেশটা তোমরা সুন্দর রাখো।

ডেইলি বাংলাদেশ/ইএ/এমআরকে/এলকে