ভালো শুরুর পর তামিমের বিদায়
প্রকাশিত: ১৫:৫০ ২৪ জানুয়ারি ২০২০ আপডেট: ১৫:৫৭ ২৪ জানুয়ারি ২০২০

ছবি: পিসিবি
তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানের মুখোমুখি সফরকারী বাংলাদেশ। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ব্যাট হাতে ধীরস্থির শুরুর পর আউট হয়েছেন তামিম ইকবাল। এ রিপোর্ট লেখা পর্যন্ত টাইগারদের সংগ্রহ ১৩.৩ ওভারে ১ উইকেট হারিয়ে ৯৩ রান।
দিনের শুরুতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। দলের হয়ে ইনিংস উদ্বোধনে নামেন তামিম ইকবাল ও নাইম শেখ। শুরু থেকেই দেখে খেলতে থাকে তারা। দুজনের ব্যাটে অষ্টম ওভারে দলীয় অর্ধশতক পূরণ করে টাইগাররা।
উইকেটের খোঁজে থাকা পাকিস্তান সাফল্যের মুখ দেখে একাদশ ওভারে। দুই রান নিতে গিয়ে ব্যর্থ হন তামিম। তিনি ক্রিজে পৌঁছার আগেই পাকিস্তানী উইকেটরক্ষক মোহাম্মদ রিজওয়ান স্ট্যাম্প ভেঙে দেন। সাজঘরে ফেরার আগে ৩৪ বলে ৩৯ রান করেন তামিম।
বর্তমানে ক্রিজে আছেন নাঈম ও লিটন দাস। দুজনে ব্যাট করছেন যথাক্রমে ৪০ ও ১০ রানে।
এর আগে দশটি টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হয় বাংলাদেশ ও পাকিস্তান। এরমধ্যে পাকিস্তান আটটিতে এবং বাংলাদেশ দু’টি ম্যাচে জয়লাভ করে।
সর্বশেষ ২০০৮ সালে পাকিস্তানে একটি টি-টোয়েন্টি খেলেছিল টাইগাররা। পাকিস্তানের মাটিতে এটিই হবে বাংলাদেশের প্রথম টি-টোয়েন্টি সিরিজ।
ডেইলি বাংলাদেশ/এএল