Alexa ভালো কাজের পুরস্কার পেলেন দুই গ্রাম পুলিশ সদস্য

ঢাকা, বৃহস্পতিবার   ২১ নভেম্বর ২০১৯,   অগ্রহায়ণ ৬ ১৪২৬,   ২৩ রবিউল আউয়াল ১৪৪১

Akash

ভালো কাজের পুরস্কার পেলেন দুই গ্রাম পুলিশ সদস্য

গোপালগঞ্জ প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ২০:১৬ ২৮ অক্টোবর ২০১৯  

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

গোপালগঞ্জের কোটালীপাড়ায় ভালো কাজের জন্য দুই গ্রাম পুলিশ সদস্যকে পুরস্কৃত করেছেন ওসি শেখ লুৎফর রহমান।

পুরস্কারপ্রাপ্তরা হলেন- ওই উপজেলার হিরন ইউপির সেলিম শিকদার, আমতলী ইউপির নাসির বিশ্বাস।

সোমবার দুপুরে থানা চত্বরে তাদের হাতে পুরস্কার তুলে দেন ওসি শেখ লুৎফর রহমান। এ সময় ওসি (তদন্ত) মো. জাকারিয়া, এসআই আবদুল ওয়াদুদসহ থানা ও গ্রাম পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

ওসি শেখ লুৎফর রহমান বলেন, কোটালীপাড়ায় ৯৬ জন গ্রাম পুলিশ সদস্য আছেন। আমি এ থানায় আসার পর থেকে প্রতি মাসেই দুই জনকে পুরস্কৃত করছি। এতে তাদের কাজে উৎসাহ বাড়ে। তারা ঘুষসহ অন্যান্য বেআইনি কাজ থেকে বিরত থাকে।

ডেইলি বাংলাদেশ/এআর