Alexa ভালভার্দের পাশে দাঁড়ালেন মেসিরা

ঢাকা, বৃহস্পতিবার   ২১ নভেম্বর ২০১৯,   অগ্রহায়ণ ৬ ১৪২৬,   ২৩ রবিউল আউয়াল ১৪৪১

Akash

ভালভার্দের পাশে দাঁড়ালেন মেসিরা

স্পোর্টস ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১২:৩৫ ৯ নভেম্বর ২০১৯  

ছবিঃ সংগৃহীত

ছবিঃ সংগৃহীত

বার্সেলোনার সময়টা ভালো যাচ্ছেনা। কোনো ক্লাব খারাপ করলে এর দায়টা প্রাথমিকভাবে কোচের উপরেই পড়ে। চাপে আছেন বার্সা কোচ আর্নেস্তো ভালভার্দেও। তবে তার পাশে এসে দাঁড়ালেন শিষ্যরা। দুর্দিনে আবারো গুরুকে সমর্থন করলেন মেসি-সুয়ারেজরা। অন্তত মৌসুমের শেষ পর্যন্ত তাকেই চান দলের সিনিয়র খেলোয়াড়রা।

চ্যাম্পিয়ন্স লিগের ‘এফ’ গ্রুপে বেশ ভালো অবস্থানে আছে বার্সেলনা। গ্রুপ অফ ডেথে এখন পর্যন্ত শীর্ষস্থান ধরে রেখেছে তারা। এছাড়া লা লিগায় পয়েন্ট টেবিলের দুইয়ে আছে মেসিরা। শীর্ষে থাকা রিয়াল সোসিয়েদাদ ১ পয়েন্ট এগিয়ে থাকলেও দুই ম্যাচ বেশি খেলেছে। ফলে বার্সাই এখনো এডভান্টেজে আছে বলা যায়। তবুও ভালভার্দের উপর কর্তৃপক্ষ খুশি নন।

স্প্যানিশ কোচের চাকরি অনেকটা ঝুলে আছে সুতোর উপর। স্প্যানিশ স্পোর্টসভিত্তিক ম্যাগাজিন মার্কা দাবি করেছে, আগামী ১৮ ডিসেম্বর রিয়াল মাদ্রিদের বিপক্ষের ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ ভালভার্দের জন্য। এই ম্যাচের ফলাফলের উপর নির্ভর করবে বার্সেলোনা বসের ভাগ্য চাকা। ম্যাচটি হেরে গেলে তাকে বিদায় করতে দুবার ভাববে না বার্সা ম্যানেজমেন্ট এমনটাই জানিয়েছে তারা।

মূলত লেভান্তের বিপক্ষে ৩-১ গোলের হার ও ঘরের মাঠে স্লাভিয়া প্রাগের বিপক্ষে ড্র হওয়াই চাপে ফেলেছে ভালভার্দেকে। এই ম্যাচগুলোর পর ভক্তরা তীব্রভাবে ক্ষোভ জানাতে থাকে কোচের বিপক্ষে। তবে সিনিয়র খেলোয়াড়রা এখনো তার পাশে থাকায় একটু ভরসা পেতেই পারেন ভালভার্দে। 
 

ডেইলি বাংলাদেশ/এএল