Alexa ভালোবাসার কোনো বয়স হয় না, বুঝিয়ে দিলেন বৃদ্ধ দম্পতি!

ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০১৯,   অগ্রহায়ণ ৮ ১৪২৬,   ২৫ রবিউল আউয়াল ১৪৪১

Akash

ভালোবাসার কোনো বয়স হয় না, বুঝিয়ে দিলেন বৃদ্ধ দম্পতি!

সোশ্যাল মিডিয়া ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১১:০৬ ২০ অক্টোবর ২০১৯   আপডেট: ১১:৩১ ২০ অক্টোবর ২০১৯

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

এই বৃদ্ধ দম্পতির ভালোবাসার বন্ধন এখনো অটুট। নিভৃতে বসে গুনগুন করে কথা বলার মধ্যে আনন্দ খুঁজে পান তারা। সত্যিই অবাক হওয়ার মতো বিষয়! শরীর ভেঙেছে তাদের। শক্তি হারিয়েছেন এই দম্পতি। মলিন চেহারা। শরীরে হয়ত বাসা বেঁধে নানান রোগ। তবে এসব কোনো কিছু চির ধরাতে পারেনি ভালোবাসায়।

নানা চাওয়া পাওয়ার আশা-নিরাশা পেরিয়ে এই বৃদ্ধ বয়সে তারা দু’জনের অবলম্বন হয়েছেন। স্বামীর দীর্ঘায়ু কামনা করেন স্ত্রী। নিয়ম করে সঙ্গীর মঙ্গলকামনায় সিঁথিতে মোটা করে পরেন সিঁদুর। আর স্ত্রীকে এভাবে দেখতে পছন্দ করেন স্বামীও। তাই তো নিজে হাতে স্ত্রীর সিঁথিতে সিঁদুর পরিয়ে দিচ্ছেন তিনি। এই ছবিই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

হিন্দু ধর্মে স্ত্রীর সিঁথিতে সিঁদুর পরানোর তাৎপর্য যথেষ্ঠ। বিয়ের অনেক রীতির মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ হল সিঁদুরদান। বহুবছর আগে বৃদ্ধার সিঁথিতে সিঁদুর পরিয়ে তাকে স্ত্রী হিসেবে গ্রহণ করেছিলেন বৃদ্ধ ভদ্রলোক। এখনো সেই রীতি তিনি মেনে আসছেন। স্ত্রীকে পরিয়ে দিচ্ছেন সিঁদুর। এই বয়সে এসেও প্রেম ও বিশ্বাস অটুট রয়েছে এদের। 

ডেইলি বাংলাদেশ/জেএমএস