ভারত-পাকিস্তানে ঈদ কাল
আন্তর্জাতিক ডেস্ক
ডেইলি-বাংলাদেশ ডটকম
প্রকাশিত: ২২:১২ ৪ জুন ২০১৯

ফাইল ফটো
ভারত ও পাকিস্তানের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল বুধবার দেশ দুটিতে ঈদ-উল-ফিতর উদযাপিত হবে।
ভারতের সংবাদমাধ্যমে টাইমস অব ইন্ডিয়া ও পাকিস্তানের সংবাদমাধ্যমে ডনে বলা হয়েছে, দেশদুটিতে ১৪৪০ হিজরি সনের শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। সে অনুযায়ী ৫ জুন বুধবার ভারত ও পাকিস্তানে পবিত্র ঈদ-উল-ফিতর উদযাপিত হবে।
এদিকে, বাংলাদেশের কোথাও মঙ্গলবার পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় আগামী বৃহস্পতিবার (০৬ জুন) ঈদ-উল-ফিতর পালনের সিদ্ধান্ত নেয়া হয়।
মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে রাত পৌনে ৯টার দিকে কমিটির সংবাদ সম্মেলনে বৃস্পতিবার ঈদ-উল-ফিতর উদযাপনের ঘোষণা দেয়া হয়।
ডেইলি বাংলাদেশ/এমআরকে