Alexa ভারতের সাবেক অর্থমন্ত্রী পাঁচ দিনের রিমান্ডে

ঢাকা, মঙ্গলবার   ১৭ সেপ্টেম্বর ২০১৯,   আশ্বিন ২ ১৪২৬,   ১৭ মুহররম ১৪৪১

Akash

ভারতের সাবেক অর্থমন্ত্রী পাঁচ দিনের রিমান্ডে

আন্তর্জাতিক ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ০৩:১৯ ২৩ আগস্ট ২০১৯   আপডেট: ০৩:২০ ২৩ আগস্ট ২০১৯

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

আইএনএক্স মিডিয়া দুর্নীতি মামলায় ভারতের প্রবীণ কংগ্রেস নেতা ও সাবেক অর্থমন্ত্রী পি চিদাম্বরমকে পাঁচ দিনের রিমান্ড দিয়েছে আদালত।

বৃহস্পতিবার দেশটির কেন্দ্রীয় তদন্ত সংস্থা সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (সিবিআই) বিশেষ আদালত এ রিমান্ড মঞ্জুর করে। এর আগে বুধবার তাকে গ্রেফতার করা হয়।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়, এদিন তাকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। এরপর পি চিদাম্বরমকে আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ড চায় সিবিআই। পরে আদালত আগামী ২৬ তারিখ পর্যন্ত সিবিআই হেফাজতে রাখার নির্দেশ দেন। এ সময় আদালতে উপস্থিত ছিলেন চিদাম্বরমের স্ত্রী নলিনী ও পুত্র কার্তি।

চিদাম্বরমের বিরুদ্ধে অভিযোগ তিনি কেন্দ্রীয় অর্থমন্ত্রী থাকা সময়ে ২০০৭ সালে বিদেশ থেকে ৩০৫ কোটি টাকার তহবিল পাওয়ার জন্য আইএনএক্স মিডিয়াকে ছাড়পত্র দিয়েছিলেন। এর বিনিময়ে ছেলে কার্তি চিদাম্বরমের সংস্থাকে বিরাট অঙ্কের ঘুষ দেয় আইএনএক্স মিডিয়া।

তিনি অতীতে বিভিন্ন সময় অর্থমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও পেনশনবিষয়ক মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। নির্বাচিত হয়েছিলেন নিম্নকক্ষ লোকসভার সদস্য হিসেবেও।

ডেইলি বাংলাদেশ/আরএইচ